Advertisment

Offbeat Places:'সেরার সেরা' ভ্রমণ অভিজ্ঞতা হবে! অপার্থিব সুখের ভাণ্ডার লুকিয়ে উত্তরবঙ্গের এই পাহাড়ি গাঁয়ে

offbeat destination: উত্তরবঙ্গের আনাচে কানাচে লুকিয়ে একের পর এক নজরকাড়া সব ট্যুরিস্ট স্পট। এই প্রতিবেদনে দারুণ এক অফবিট ডেস্টিনেশনের হদিশ মিলবে। একটু নিরিবিলিতে দিন কয়েক প্রকৃতির মাঝে কাটাতে গেলে এই স্থান একেবারে পারফেক্ট চয়েজ।

author-image
Nilotpal Sil
আপডেট করা হয়েছে
New Update
Kalimpong Fikkalay Gaon is a perfect offbeat destination of North Bengal: কালিম্পং ফিকালেগাঁও

offbeat destination: ছবির মতো সাজানো এই তল্লাটে কাটিয়ে আসুন দিন কয়েক।

offbeat destination of North Bengal: কর্মব্যস্ত জীবন থেকে দিন কয়েকের জন্য অনাবিল আনন্দের আশ্রয়ের খোঁজে রয়েছেন? পাহাড় ঢালের অপরূপ এই ছোট্ট গ্রাম তাহলে আপনার ঠিকানা হতে পারে। দিন কয়েকের অবসরে নিন বছরভরের 'অক্সিজেন'! সবুজে ঘেরা পাহাড়ি এই প্রান্ত এক লহমায় ভুলিয়ে দেবে জীবনের সব স্ট্রেস। এক ঝটকায় মন হবে সতেজ। কোলাহল এড়িয়ে একটু অফবিট জায়গা যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্যই বিশেষ এই প্রতিবেদন।

Advertisment

ঘুরে আসুন উত্তরবঙ্গের কালিম্পঙের (Kalimpong) ফিকালেগাঁও (Fikkalay Gaon) থেকে। সবুজে সাজানো পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা একটি ছোট্ট অজানা গ্রাম ফিকালেগাঁও। হাতেগোনা কয়েকটি পরিবারের বাস এখানে। পাহাড়ি প্রান্ত থেকে কাঞ্চনজঙ্ঘার (Kangchenjunga) অপরূপ শোভা তারিয়ে তারিয়ে উপভোগ করার সুযোগ মেলে। এখানে রয়েছে আপেলের বাগান। অ্যাডভেঞ্চার যাঁরা ভালোবাসেন তাঁদেরও জন্যও এই জায়গা একেবারে পারফেক্ট। এই ফিকালেগাঁওয়ের খুব কাছেই দারুণ সব টুরিস্ট স্পট রয়েছে। গাড়ি নিয়ে চলে যেতে পারেন গ্যাংটক কিংবা সিল্ক রুটেও।

ফিকালেগাঁওয়ে যাবেন কীভাবে?

কলকাতার দিক থেকে গেলে NJP বা নিউ জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি পৌঁছে যান। সেখান থেকে গাড়ি ভাড়া করে এই ফিকালেওগাঁওয়ে যেতে পারেন। এনজেপি থেকে এই জায়গার দূরত্ব মেরেকেটে ৮০ কিলোমিটারের মতো। গাড়ি ভাড়া করলে খরচ পড়বে সাড়ে তিন থেকে চার হাজারের মতো। শেয়ারেও যেতে পারেন। 

আরও পড়ুন- Offbeat Destination: বেড়ানোর সংজ্ঞাটাই বদলে দেবে অপরূপ এই তল্লাট! কলকাতার কাছেই অফবিট এই ডেস্টিনেশন

আরও পড়ুন- Eco Park-Kolkata: ভরপুর মনোরঞ্জনের নতুন ইভেন্ট ইকো পার্কে! কচিকাঁচা থেকে বয়স্ক, দেদার আনন্দে মাতবেন সবাই!

আরও পড়ুন- Digha: ফাটাফাটি ব্যবস্থা! পর্যটকদের দুরন্ত মনোরঞ্জনে জমাটি উদ্যোগ, এবার ফাঁক পেলেই দিঘা ছুটবেন!

এখানে থাকবেন কোথায়?

থাকার জন্য এই ফিকালেগাঁওয়ে পাহাড় ঢালে বেশ কয়েকটি হোম স্টে রয়েছে। সুদৃশ্য এই হোম স্টেগুলি পরিচালনা করেন স্থানীয়রাই। থাকা-খাওয়া হিসেবে হোম স্টে-গুলিতে খরচ ধরে নেওয়া হয়। পর্যটকদের সুবিধার্থে এখানকার একটি হোম স্টে-র নাম ও ফোন নম্বর নীচে দেওয়া হল। 
Gitu Homestay-9073033666

Fikkalay Gaon Kalimpong north bengal tourism north bengal Offbeat Kalimpong
Advertisment