/indian-express-bangla/media/media_files/4UlGI4FGGCT0eXBAiVnZ.jpg)
মালদার দুর্গাপুজোয় এবারও চমকের ছড়াছড়ি। ছবি: মধুমিতা দে।
Durga Puja 2024-Maldah: মালদার প্রাচীন ঐতিহ্য গম্ভীরা গান এবং মানব পুতুল নাচ দেখা যাবে পুজোমণ্ডপে। দর্শনার্থীদের আরও বেশি আকর্ষণ বাড়াতে এবার মালদার ইংরেজবাজার শহরের ২ নম্বর গভর্নমেন্ট কলোনির বাঘাযতীন ক্লাবের কর্মকর্তারা এই পুজোর থিমকে সামনে রেখেই তৈরি করছেন পুজোমণ্ডপ।
ইংরেজবাজার শহরের মকদমপুর এলাকায় অবস্থিত নবারুণ সংঘের দুর্গাপুজোর (Durga Puja 2024) এবারের থিম বৈষ্ণোদেবীর মন্দির। মালদার ইংরেজবাজার শহরের এই দুটি বিগ বাজেটের পুজোকে কেন্দ্র করে এলাকায় বিপুল উন্মাদনা তৈরি হয়েছে। ইতিমধ্যে রাস্তা জুড়ে বাহারি আলোকসজ্জা নজর কাড়ছে।
ইংরেজবাজারের শহরের ২ নম্বর গভর্নমেন্ট কলোনির বাঘাযতীন ক্লাবের "নারী আমি দশভূজা" এমন নারী শক্তির থিমকেও পুজোমণ্ডপে তুলে ধরা হচ্ছে। এছাড়াও পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত বাঘাযতীন ক্লাবের পুজোমণ্ডপে সরাসরি দেখা যাবে মালদার প্রাচীন ঐতিহ্য গম্ভীরা এবং মানব পুতুল নাচ। এই পুজোর বাজেট প্রায় পাঁচ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্লাব কর্তারা।
আরও পড়ুন- WB Govt: দেবীপক্ষের শুরুতেই বিরাট সুখবর! আজ থেকেই 'পুজো-উপহারের' টাকা দেবে রাজ্য
অন্যদিকে, মকদমপুর এলাকার নবারুণ সংঘের বৈষ্ণোদেবীর মন্দির তৈরি করে মালদাবাসীকে চমক দিতে চলেছেন পুজো উদ্যোক্তারা। মণ্ডপ শিল্পী সুদীপ্ত চৌধুরীর শিল্পকলায় তৈরি হচ্ছে বৈষ্ণদেবীর মন্দিরের (Vaishno Devi Temple) আদলে সুসজ্জিত পুজোমণ্ডপ। এছাড়াও চন্দননগরের আলোকসজ্জাতেও থাকছে ছোটদের মন মাতানো বেশ কিছু কার্টুনের চিত্র।
নবারুণ সংঘের সভাপতি অনামিত্র চক্রবর্তী জানিয়েছেন, এবারে তাঁদের পুজোর ৯৪তম বর্ষে পা দিয়েছে। বৈষ্ণদেবীর মন্দিরের আদলেই গড়ে তোলা হচ্ছে পুজোমণ্ডপ। এছাড়াও পুজোর ক'দিন দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি রয়েছে। নানা ধরনের সচেতনতামূলক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।