Kolkata Murder: কলকাতার বুকে গা শিউরে ওঠার মতো ঘটনা। একেবারে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করা হল তরুণীকে। ইএম বাইপাসের ধারে মেট্রোপলিটন এলাকায় নৃশংস এই খুনের ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে এলাকার একটি নাম রেস্তোঁরার সামনে আচমকা ওই তরুণীর উপর চড়াও হয় কয়েকজন।
ধারালো অস্ত্র দিয়ে ওই তিনজন তরুণীকে কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে দৌড় লাগায় তরুণী। সেই সঙ্গে সে চিৎকার করে আশেপাশের লোকজনের থেকে সাহায্য চাইতে থাকে। ঘটনাস্থলের আশে পাশে থাকা পুলিশকর্মীরা ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাঁকে কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে শেষ রক্ষা হয়নি। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণীর হাসপাতালে মৃত্যু হয়েছে। নিহত তরুণীর নাম রফিয়া শাকিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিকে ঘটনার তদন্তে নেমে এক নাবালক-সহ তিন জনকে গ্রেপ্তার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।
আরও পড়ুন- Maha Kumbh 2025: মহা কুম্ভে পুণ্যলাভে গিয়েছিলেন, পদপিষ্টের ঘটনার পর থেকেই নিখোঁজ মালদার বৃদ্ধা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। গতকাল রাতে ইএম বাইপাসের ধারে একটি রেস্তোঁরার সামনে গিয়েছিলেন ওই তরুণী। তরুণী বাইপাসের ধারে ওই রেস্তোঁরার সামনে যেতেই তাঁর ওপর চড়াও হয় তিনজন। পুলিশ যে তিনজনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে একজন নাবালকও রয়েছে। আজ ধৃতদের আদালতে তুলবে পুলিশ।
আরও পড়ুন- RG Kar Case: আরজি করে আর্থিক দুর্নীতির মামলা, নিম্ন আদালত শোকজ করল CBI-কে