South 24 Parganas News: স্ত্রীর পরকীয়া সম্পর্কের মাশুল দিলেন স্বামী? নৃশংস খুনে জোরালো সেই তত্ত্বই

Murder in Kulpi: বাড়ির সামনে থেকে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়রাই প্রথমে মৃতদেহটি দেখতে পান। পুলিশ খবর পেয়ে এসে মৃতদেহটি উদ্ধার করে।

Murder in Kulpi: বাড়ির সামনে থেকে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। স্থানীয়রাই প্রথমে মৃতদেহটি দেখতে পান। পুলিশ খবর পেয়ে এসে মৃতদেহটি উদ্ধার করে।

author-image
Mina Mondal
New Update
Malda News,Murder in Malda,Toto driver hacked to death in English Bazar of Malda,west bengal news,মালদায় খুন,পশ্চিমবঙ্গের খবর,মালদার খবর

Murder in Kulpi: প্রতীকী ছবি।

Murder in Kulpi: এবার ত্রিকোণ প্রেমের এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। দক্ষিণ ২৪ পরগনার কুলপির তুলসিচক এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গতকাল রাতে। বাড়ির সামনে থেকেই ওই ব্যক্তির রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রী মল্লিকা হালদারকে পুলিশ আটক করেছে। সেই সঙ্গে এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত গুরুদাস গায়েন নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডে আরও কারও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিহত ওই ব্যক্তির নাম গৌতম হালদার। গতকাল রাতে কুলপির তুলসিচক এলাকায় বাড়ির সামনে থেকেই গৌতম হালদারের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। গৌতম হালদারের স্ত্রী মল্লিকা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে দাবি এলাকাবাসীদের একাংশের। 

সেই সম্পর্কের জেরেই গৌতম হালদারকে খুন হতে হল বলে তাঁদের অভিযোগ। প্রাথমিক তদন্তে পুলিশও ভয়াবহ এই হত্যাকাণ্ডের পিছনে পরকীয়া সম্পর্ক থাকতে পারে বলে অনুমান করছে। যদিও ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এব্যাপারে বিশদে কিছু জানাতে পারেননি পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন- West Bengal News Live: 'ইডি চার্জশিটও দিচ্ছে না, বিচারপ্রক্রিয়া শুরুও করছে না', আরজি কর মামলায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য হাইকোর্টের

Advertisment

সোমবার রাতে গৌতম হালদারের রক্তাক্ত দেহ প্রথমে দেখতে পান স্থানীয়রা। তাঁরা পুলিশের খবর দিলে কুলপি থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এরপরই নিহতের স্ত্রীকে আটক করা হয়। এই খুনে মূল অভিযুক্ত গুরুদাস গায়েন নামে এক ব্যক্তি। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিহতের স্ত্রীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আরও কারও যোগ রয়েছে কিনা তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- International Kolkata Book Fair 2025: বইমেলা সূচনার ঘন্টাধ্বনির মধ্যে রাজপথে বিক্ষোভের আঁচ, কফি হাউসের সামনে নজিরবিহীন প্রতিবাদ

Bangla News Murder news of west bengal news in west bengal Bengali News Today South 24 Pgs