Murshidabad weapons recovered:আবারও আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ-সহ বড়সড় গ্রেফতারি। গোপন সূত্রে দাগি ওই দুষ্কৃতীর গতিবিধির খবর আগাম পেয়ে গিয়েছিল পুলিশ। সেই মতো তাকে ধরতে ফাঁদ পাতা হয়। আগেভাগে এলাকা ঘিরে ফেলেছিল পুলিশ। পালানোর পথই পায়নি ওই দুষ্কৃতী।
মুর্শিদাবাদের বহরমপুরের এই ঘটনা এখন দারুণ চর্চায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থানার অন্তর্গত শীলপুর এলাকা থেকে মাসুদ শেখ নামে বছর ৩০-এর ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে মাসুদের ওই এলাকায় ঘাঁটি গাড়ার খবর আগেভাগে পেয়ে গিয়েছিল বহরমপুর থানার পুলিশ। সেই মতো তাকে ধরতে যাবতীয় পরিকল্পনা আগেই সেরে নিয়েছিলেন পুলিশ আধিকারিকরা।
বহরমপুরের শীলপুরে হানা দিয়ে মাসুদ শেখকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ৩ টি সেভেন এমএম পিস্তল এবং ৬টি ম্যাগাজিন, সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ১০ রাউন্ড কার্তুজও।
আরও পড়ুন- Success Story: ধনুকভাঙা পণেই গগনচুম্বী সাফল্য! সোহেলের এই জানকবুল লড়াই অন্যদেরও প্রেরণা দেবে
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মুর্শিদাবাদের ফারাক্কা থেকে ওই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ নিয়ে এসেছিল মাসুদ শেখ নামে ওই যুবক। রানিনগরে কারও কাছে ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেফতারের পর ধৃতকে দফায়-দফায় জেরা পুলিশের। কারা তাকে ওই আগ্নেয়াস্ত্র আনার বরাত দিয়েছিল এবং সেগুলি ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এই সব প্রশ্নের উত্তর জানতে চান তদন্তকারীরা। ধৃতকে হেফাজতে চেয়ে আজই আদালতে পেশ।
আরও পড়ুন- Kolkata News Live Updates: বিরাট ধাক্কা তৃণমূলে! বিধানসভা ভোটের আগেই শ'য়ে শ'য়ে নেতাকর্মীর দলবদলের চাঙ্গা BJP
আরও পড়ুন- Kolkata Weather Update today: অস্বস্তিকর ভ্যাপসা গরমে সেদ্ধ হচ্ছে দক্ষিণবঙ্গ, আবহাওয়ায় স্বস্তির বদল কাল থেকেই?