/indian-express-bangla/media/media_files/2025/06/09/8GmyVuOaKjRwFvgo7VZp.jpg)
Sohel Al Mamun: সোহেল আল মামুন।
WBCS success: মাত্র ৬ বছরেই মারা গিয়েছেন মা। হারাতে হয়েছে বাবাকেও। মামার বাড়িতে থেকে পড়াশোনা চালিয়েছেন তিনি। জীবনে বহু সংগ্রাম করে লেখাপড়া চালিয়ে গিয়েছেন যুবক। শেষমেশ এল প্রশ্নাতীত সাফল্য।
WBCS-এর গ্রুপ A-তে তাকলাগানো ফল মুর্শিদাবাদের সোহেল আল মামুনের। এবার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের মহকুমা আধিকারিক হতে চলেছেন মুর্শিদাবাদের সুতি থানার তেনাউড়ি জগতাই এলাকার কৃতী সন্তান সোহেল আল মামুন।
সম্প্রতি WBCS-এর ফল প্রকাশ হতেই সকলকে চমক দিয়েছেন সোহেল। রাজ্যে ১৩৫তম স্থান অধিকার করেছেন সোহেল আল মামুন। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত তেনাউড়ি গ্রামের মৃত বরজাহান শেখ এবং মা মৃত সানাওয়ারি বিবির তিন সন্তানের ছোট সন্তান সোহেল আল মামুন। সোহেলের যখন ৬ বছর, তখনই তাঁর মা মারা যান। একরত্তি মামুনকে বুকে আগলে রাখেন দিদা রূপবান বেওয়া। তিনিই বড় করেছেন সোহেলকে।
৬ বছরের মামুনের ঠাঁই হয় পাশের গ্রামে মামার বাড়িতে। বাবা শ্বাসকষ্টে ভুগতেন। বছর চারেক আগে বাবারও আকস্মিক মৃত্যু হয়। পরিবারে চরম দারিদ্র্যতা নেমে এসেছিল। তবে অদম্য জেদ আর অধ্যবসায়ের কাছে হার মেনেছে দারিদ্র্য। বছর ৩০-এর সোহেল আল মামুন এই বছর WBCS পরীক্ষায় রাজ্যের মধ্যে ১৩৫তম স্থান অধিকার করেছেন। আগামী কয়েক মাসের মধ্যেই মহকুমা খাদ্য নিয়ামকের পদে যোগ দেবেন তিনি। পরিবারে অভাব থাকলেও মামুনকে কখনও পড়াশোনা ছাড়তে বলেননি বাবা বরজাহান সাহেব। বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি ভর্তি হয়েছিলেন শ্রীরামপুর টেক্সটটাইল কলেজে।
আরও পড়ুন- Kolkata News: কলকাতায় 'কোটিপতি' বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার, মৃতের পরিচয় জানেন?
সেখান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হন তিনি। এরপর থেকে মামুনের ঘুরে দাঁড়ানোর মরিয়া লড়াই শুরু হয়। অসুস্থ বাবার চিকিৎসার খরচ, পরিবারে কিছুটা সাহায্য করার এবং নিজের খরচ জোগাতে কেন্দ্রীয় স্কুলে ভোকেশনাল ট্রেনার হিসেবে পার্ট টাইম কাজও শুরু করেন তিনি। এরই পাশাপাশি রাত জেগে WBCS পরীক্ষার জন্যও প্রস্তুতি চলতে থাকে তাঁর। আর তাতেই বাজিমাত। মামুনের সাফল্যে খুশির হাওয়া গোটা এলাকাতেই। ভাগ্নের সাফল্যে খুশি মামারাও। তাঁর এই সাফল্যে বাবা-মায়ের অবদানের পাশাপাশি আব্দুল হামিদের তত্ত্বাবধানে চলা রামপুরহাটের AH গাইডের WBCS কোচিং-এর অবদানও তুলে ধরেন সোহেল আল মামুন।
আরও পড়ুন- Kumki elephant: সন্তানের জন্ম দিয়ে ফুরফুরে রামি, মাতৃত্বকালীন ছুটি বনদফতরের কুনকি হাতিকে