illegal arms:সূত্রের খবরে অতর্কিতে অভিযান, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত ১

illegal arms recovery: ফের বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। সূত্রের খবরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

illegal arms recovery: ফের বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। সূত্রের খবরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

author-image
Gopal Thakur
New Update
Domkal illegal arms recovery,  Murshidabad arms factory bust,  Siraj Mondal arrested  ,fake currency seized Domkal , Domkal police raid  ,illegal firearms manufacturing,  pipe guns seized,arms smuggling Murshidabad,  Munger arms racket,ডোমকল অস্ত্র উদ্ধার,  মুর্শিদাবাদ বেআইনি অস্ত্র  ,অস্ত্র তৈরির কারখানা,  জাল নোট উদ্ধার,  সিরাজ মণ্ডল গ্রেপ্তার,  ডোমকল পুলিশ অভিযান,  মুঙ্গের অস্ত্র চক্র,  পাইপগান উদ্ধার  ,অস্ত্র পাচার মুর্শিদাবাদ

illegal arms recovery: বিপুল পরিমাণে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার।

আবারও বেআইনি অস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। এবার ডোমকল থেকে প্রচুর বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কী কারণে এত অস্ত্র মজুত করা হয়েছিল? তা জানতে ধৃত সিরাজ মণ্ডলকে দফায়-দফায় জেরা তদন্তকারীদের। সূত্রের খবরে অভিযান চালায় পুলিশ। ডোমকলে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর কার্তুজ। 

Advertisment

গতকাল রাতভর তল্লাশি অভিযানে উদ্ধার ১৭টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে, অসম্পূর্ণ অবস্থায় আরও ১২টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে ১৩ রাউন্ড কার্তুজ ও জাল ৪০ হাজার টাকা। এই ঘটনায় সিরাজ মণ্ডল নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। 

তাকে দফায় দফায় জেরা করছে পুলিশ। কী কারণে অস্ত্র মজুত করা হয়েছিল এবং অস্ত্র তৈরির কারখানা সেখানে কতদিন ধরে আছে? সব তথ্য জানার চেষ্টায় পুলিশ। মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় থেকে তবে গত দু'মাসে যে পরিমাণে বোমা-বারুদ এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তা নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন- West Bengal News Live Updates:কসবার ল' কলেজে গণধর্ষণ, শেষমেশ 'বিরাট নির্দেশ' হাইকোর্টের

Advertisment

উল্লেখ্য, মুর্শিদাবাদের ডোমকলের নিশ্চিন্তপুর এলাকায় এই অস্ত্র তৈরির কারখানার হদিশ মিলে। মুর্শিদাবাদের ডোমকলের নিশ্চিন্তপুরে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চলছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই মতো সেই কারখানায় অভিযান চালানোর জন্য আগেভাগেই ছক কষে নিয়েছিলেন পুলিশের আধিকারিকরা। 

আরও পড়ুন- Calcutta High Court: রাজ্যের কলেজগুলি নিয়ে যুগান্তকারী নির্দেশ হাইকোর্টের, রাজ্যকে দিতে হবে হলফনামা

বুধবার গভীর রাতে ডোমকলের ওই এলাকায় হানা দেয় পুলিশ। গোটা বাড়িটি ঘিরে ফেলা হয়েছিল। পালানোর পথই পায়নি বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবারি সিরাজ মণ্ডল। হাতেনাতে ধরা পড়ে যায় সে। সেই সঙ্গে মেলে অস্ত্রের ভান্ডারের হদিশ। বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও জাল টাকা।

police Murshidabad Arms Recovered