ফিল্মি কায়দায় পুলিশ সাঁটা স্টিকার গাড়িতে অপহরণ, দুরন্ত অভিযানে বিরাট গ্রেফতারি

কয়েক ঘণ্টার মধ্যেই ফিল্মি কায়দায় চিরুনি তল্লাশি চালিয়ে ভাতশালা ও আশপাশের এলাকা থেকে ধরা পড়ে সাতজন। পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য ডোমকলে!

কয়েক ঘণ্টার মধ্যেই ফিল্মি কায়দায় চিরুনি তল্লাশি চালিয়ে ভাতশালা ও আশপাশের এলাকা থেকে ধরা পড়ে সাতজন। পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য ডোমকলে!

author-image
IE Bangla Web Desk
New Update
cats

ফিল্মি কায়দায় পুলিশ সাঁটা স্টিকার গাড়িতে অপহরণ, দুরন্ত অভিযানে বিরাট গ্রেফতারি

মুর্শিদাবাদ থেকে বড় খবর! পুলিশের স্টিকার লাগানো স্করপিও গাড়িতেই অপহরণের ঘটনা! সিভিক ভলেন্টিয়ার সহ মোট আট দুষ্কৃতীকে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই ফিল্মি কায়দায় চিরুনি তল্লাশি চালিয়ে ভাতশালা ও আশপাশের এলাকা থেকে ধরা পড়ে সাতজন। পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য ডোমকলে! 

Advertisment

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে জমি বিবাদের জেরেই লালচাদ সেখকে অপহরণের ঘটনা ঘটে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সিভিক ভলেন্টিয়ার সহ মোট আট জনকে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ। উদ্ধার তিনটি বড় স্করপিও গাড়ি। 

আরও পড়ুন-SIR-এর শুরুতেই ২ কোটি ৪০ লক্ষ নাম বাদ, সেমিফাইনালেই 'পিসি-ভাইপো' ভোকাট্টা:শুভেন্দু

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে অপহৃত ব্যক্তিকে নদীয়ার চাপড়া থেকে উদ্ধার করেন পুলিশ। জানা গেছে ডোমকল থানার বাজিতপুর লক্ষীনাথপুর কামারপাড়া এলাকা থেকে লালচাদকে অপহরণ করে সিভিক ভলেন্টিয়ার হুমায়ুন কবিরের নেতৃত্বে সাত অভিযুক্ত। কলকাতায় নিয়ে যাওয়ার আগেই গ্রেফতার। ফিল্মি কায়দায় চিরুনি তল্লাশিতে বিরাট ডোমকল থানার পুলিশের। এই ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন- শিবভক্তদের জন্য সুখবর! জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গনের পর এবার মহাকাল মন্দির তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আর কারা জড়িত আছে তাও খতিয়ে দেখছে পুলিশ।  অন্যদিকে এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কে রয়েছে অপহৃতের স্ত্রী।

Murshidabad