/indian-express-bangla/media/media_files/2025/10/16/shiva-2025-10-16-15-54-24.jpg)
Mahakal Temple: এবার মহাকাল মন্দির তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গনের পর এবার মহাকাল মন্দির। শিবভক্তদের জন্য দারুণ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিঘার জগন্নাথ মন্দিরের নকশা এবং দুর্গা অঙ্গনের আদলে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় মহাকাল মন্দির নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
তিনি জানান, ইতিমধ্যেই শিলিগুড়ির জেলাশাসক সেই মন্দিরের জন্য সম্ভাব্য জমি দেখছেন। প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে আবার ছন্দে ফিরছে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। পর্যটকরাও ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন, তাই মন্দিরে পর্যটকদের সুবিধার জন্য সব ব্যবস্থা নিশ্চিত করা হবে।
আরও পড়ুন- Cyclone:ফের সাগরে নিম্নচাপের চোখরাঙানি, আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, শীত নিয়ে রইল বড় আপডেট!
মুখ্যমন্ত্রী আরও জানান, মহাকাল মন্দিরে সবচেয়ে বড় শিব মূর্তি স্থাপন করা হবে। পুজো দিতে আসার সময় বয়স্কদের অসুবিধা না হয় তা নিশ্চিত করতে গ্রিন কারের ব্যবস্থা থাকবে। সেই সঙ্গে, এই সুবিধার জন্য আলাদা পথও তৈরি করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে সুবিশাল জগন্নাথ মন্দির। মন্দির তৈরির পর তার পরিচালনভার রাজ্য সরকারের তরফে ISKCON-কে দেওয়া হয়েছে। বর্তমানে এই রাজ্য তথা ভিনরাজ্য এমনকী বিদেশ থেকেও ফি দিন দিঘার জগন্নাথ মন্দিরে আসেন পুন্যার্থীরা।
আরও পড়ুন-Adhir Chowdhury:“বাংলার নির্বাচনে চুরি-বাটপারি নতুন নয়”, SIR নিয়ে BJP-র সুরেই সুর মেলালেন অধীর
কলকাতার নিউ টাউনে রাজ্য সরকারের উদ্যোগেই তৈরি হচ্ছে দুর্গাঙ্গন। ইতিমধ্যেই নিউটাউনে দুর্গাঙ্গন তৈরির জন্য জমি চিহ্নিত করে ফেলার কাজ শেষ হয়েছে। ইকো পার্কের ঠিক উল্টো দিকের জমিতেই দুর্গাঙ্গন তৈরি করা হবে রাজ্য সরকারের উদ্যোগে। জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গনের পর এবার শিব ভক্তদের জন্য দার্জিলিংয়ে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।