SIR-এর শুরুতেই ২ কোটি ৪০ লক্ষ নাম বাদ, সেমিফাইনালেই 'পিসি-ভাইপো' ভোকাট্টা:শুভেন্দু

SIR-Suvendu Adhikari:শুভেন্দু অধিকারীর দাবি, পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার শুরুতেই ২ কোটি ৪০ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। নাগরাকাটায় বিজেপির মিছিল ও বক্তব্যে তিনি সতর্ক করেন, ভোটার তালিকা তৈরি না হলে ২০২৬ নির্বাচনের ঝুঁকি রয়েছে।

SIR-Suvendu Adhikari:শুভেন্দু অধিকারীর দাবি, পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার শুরুতেই ২ কোটি ৪০ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। নাগরাকাটায় বিজেপির মিছিল ও বক্তব্যে তিনি সতর্ক করেন, ভোটার তালিকা তৈরি না হলে ২০২৬ নির্বাচনের ঝুঁকি রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
SIR West Bengal, Suvendu Adhikari statement, Shuvendu Adhikari, 2026 elections Bengal, voter list controversy, BJP protest Nagarkata, Khagen Murmu attack, PC-Vaipo allegation, এসআইআর পশ্চিমবঙ্গ, শুভেন্দু অধিকারী, ভোটার তালিকা বিতর্ক, নাগরাকাটা মিছিল, খগেন মুর্মু, পিসি-ভাইপো, ২০২৬ নির্বাচন পশ্চিমবঙ্গ, বিরোধী দলনেতা মন্তব্য

Suvendu Adhikari-Mamata Banerjee: শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়।

SIR-Suvendu Adhikari:শুভেন্দু অধিকারীর দাবি, পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ার শুরুতেই ২ কোটি ৪০ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। নাগরাকাটায় বিজেপির মিছিল ও বক্তব্যে তিনি সতর্ক করেন, ভোটার তালিকা তৈরি না হলে ২০২৬ নির্বাচনের ঝুঁকি রয়েছে।

Advertisment

SIR নিয়ে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, বাংলায় ইতিমধ্যেই SIR প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই এস আই আর-এর প্রাথমিক পর্বে ২ কোটি ৪০ লক্ষ ভোটারের নাম বাদ গেছে বলে দাবি করেছেন BJP নেতা। বৃহস্পতিবার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপির বিধায়ক শংকর ঘোষের উপর হামলার প্রতিবাদে নাগরাকাটায় ধিক্কার মিছিল করে বিজেপি। মিছিল শেষে সভায় বক্তব্য রাখতে গিয়ে এস আই আর ইস্যুতে তোলপাড় ফেলা দাবি করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- Adhir Chowdhury:“বাংলার নির্বাচনে চুরি-বাটপারি নতুন নয়”, SIR নিয়ে BJP-র সুরেই সুর মেলালেন অধীর

Advertisment

কী বলেছেন শুভেন্দু অধিকারী?

নাগরাকাটার সভায় এদিন শুভেন্দু অধিকারী বলেন, "এস আই আর-এর শুরুতে ২ কোটি ৪০ লক্ষ নাম বাদ গেছে। আর মৃত ভোটারের নাম উঠবে না, ভুয়ো ভোটার উঠবে না, বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীদের নাম উঠবে না। ভারতীয় মুসলমানদের কোনও চিন্তা নেই। এস আই আর-এর সেমিফাইনালে পিসি এবং ভাইপো ভোকাট্টা! ওরা বলছে এস আই আর করতে দেব না। দম থাকলে আটকে দেখান।"

আরও পড়ুন- Mahakal Temple:শিবভক্তদের জন্য সুখবর! জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গনের পর এবার মহাকাল মন্দির তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিনি আরও বলেছেন, "ভারতবর্ষে কোনও পলিটিক্যাল পার্টি শেষ কথা বলবে না। বলবে সংবিধান। বলছে ২ তারিখ থেকে মিছিল করব, আমরাও পাল্টা মিছিল করব। 'নো এস আই আর, নো ইলেকশন'। এস আই আর করতে দেবেন না, ভোটার লিস্টও তৈরি হবে না, আর ভোটার লিস্ট তৈরি না হলে ভোটই হবে না। ভোট না হলে ২০২৬ সালের ৪ মে রাত ১২টার পর রাষ্ট্রপতি শাসন জারি হবে। তৃণমূল ভোকাট্টা হয়ে যাবে! আর খুঁজে পাওয়া যাবে না।"

আরও পড়ুন-TMC:ডিজিটাল দুনিয়ায় BJP-কে প্যাঁচে ফেলতে 'মাস্টারস্ট্রোক' তৃণমূলের! অভিষেকের হাতে লঞ্চ ‘আমিই বাংলার ডিজিটাল যোদ্ধা’

এদিকে, SIR ইস্যুতে খানিকটা বিজেপির সুরেই সুর মিলিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তবে এক্ষেত্রে রাজ্য সরকারকেও সতর্ক করেছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। তিনি বলেন, "SIR করার অধিকার নির্বাচন কমিশনের আছে। পশ্চিমবঙ্গে এসআইআর করতে গেলে দেশের নির্বাচন কমিশনকে নির্ভর করতে হবে রাজ্যের সরকারি কর্মীদের উপর। বিডিও, এসডিও, ডিএম, সচিব সবাই কিন্তু কাজ করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে।"

আরও পড়ুন-Cyclone:ফের সাগরে নিম্নচাপের চোখরাঙানি, আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, শীত নিয়ে রইল বড় আপডেট!

তিনি আরও বলেছেন, "অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশন এসআইআর করতে অফিসারদের রাজ্যের কাছ থেকে ধার নেবে। পশ্চিমঙ্গের বিডিও, এসডিও, ডিএম, সচিব সবাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারে অধীনস্থ কর্মচারী। তাই তৃণমূল সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা আপনাদের অফিসারদের সতর্ক করবেন, যাতে ভুয়ো ভোটার ধরার নামে প্রকৃত ভোটারদের নাম বাদ না যায়।"

SIR Suvendu Adhikari bjp tmc CM Mamata banerjee