/indian-express-bangla/media/media_files/2025/10/15/murshidabad-illegal-entry-four-bangladeshis-arrested-2025-10-15-18-02-17.jpg)
দূরন্ত পুলিশি অভিযানে জালে ৪ বাংলাদেশি, কী উদ্দেশ্যে ভারতে প্রবেশ?
ফের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার চার বাংলাদেশি। বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার তারানগর এলাকায়। ধৃতদের নাম মহম্মদ রফিক,মহম্মদ আলামিন,জাহাঙ্গির সেখ ও রাহুল সেখ।তাদের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায়।
আরও পড়ুন- দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ কাণ্ডে মালদার যুবক গ্রেপ্তার, কী বলছেন প্রতিবেশীরা?
জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্তের তারানগর সীমান্ত দিয়ে চারজন বাংলাদেশী অবৈধভাবে ভারতে এসে ঘোরাঘুরি করছিল।গোপন সূত্রে সেই খবর পেয়ে অভিযানে নামে লালগোলা থানার পুলিশ। এরপর ওই বাংলাদেশিদের হাতে-নাতে ধরে ফেলে পুলিশ। ওই বাংলাদেশিদের ভারতে আসার কোনো বৈধ নথিপত্র ছিল না।
এর পাশাপাশি বাংলাদেশীদের ভারতে আসতে সহায়তা করার জন্য হক সাহেব সেখ নামে রঘুনাথগঞ্জ থানা এলাকার বরজুমলা গ্রামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আরও কয়েকজন বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে নিয়ে আনার ক্ষেত্রে তিনি জড়িত থাকতে পারে বলে জানা গেছে।তাদের খোঁজেও তল্লাসি চালাচ্ছে পুলিশ। ধৃত বাংলাদেশিরা কী উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল;সেই বিষয়ে বিশদে জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদে্র আজ লালবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে।