Durgapur rape case: দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ কাণ্ডে মালদার যুবক গ্রেপ্তার, কী বলছেন প্রতিবেশীরা?

Malda News: দুর্গাপুরে ধর্ষণ কাণ্ডে মালদার যুবক ওয়াসেফ আলি (২৪) গ্রেপ্তার। ধৃতের বাড়ি কালিয়াচক ১ ব্লকের মহালদার পাড়া। প্রতিবেশীরা ওয়াসেফকে ছোট থেকে চেনেন। এই ঘটনার পর তাঁরা কী বলছেন?

Malda News: দুর্গাপুরে ধর্ষণ কাণ্ডে মালদার যুবক ওয়াসেফ আলি (২৪) গ্রেপ্তার। ধৃতের বাড়ি কালিয়াচক ১ ব্লকের মহালদার পাড়া। প্রতিবেশীরা ওয়াসেফকে ছোট থেকে চেনেন। এই ঘটনার পর তাঁরা কী বলছেন?

author-image
Madhumita Dey
New Update
Durgapur gang rape,Durgapur rape, Malda youth arrest, Wasef Ali, Kaliakchak, Mahaldar Para, Anisur Rahman, Durgapur police, fair investigation, local outrage, state politics,দুর্গাপুর গণধর্ষণ, মালদা যুবক গ্রেপ্তার, ওয়াসেফ আলি, কালিয়াচক, মহালদার পাড়া, আনিসুর রহমান, দুর্গাপুর পুলিশ, নিরপেক্ষ তদন্ত, স্থানীয় চাঞ্চল্য, রাজ্য রাজনীতি

Durgapur rape: দুর্গাপুরকাণ্ডে গ্রেফতার মালদার যুবক।

দুর্গাপুরের ধর্ষণ কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। এরই মধ্যে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা থেকে। দুর্গাপুর পুলিশ মঙ্গলবার রাতেই কালিয়াচকের এক যুবককে এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম ওয়াসেফ আলি, বয়স ২৪ বছর। তার বাড়ি কালিয়াচক ১ ব্লকের সিলামপুর ১ গ্রাম পঞ্চায়েতের মহালদার পাড়া এলাকায়।

Advertisment

ওয়াসেফ আলির বাবা আনিসুর রহমান স্থানীয় ব্যবসায়ী এবং প্রাক্তন কংগ্রেস সদস্য। এলাকাবাসীর বক্তব্য, ছোট থেকেই ওয়াসেফ মেধাবী ছাত্র ছিল। তিনি বাইরে থেকে পড়াশুনা করতেও যেতেন। অনেকেই বিশ্বাস করেন, এই ঘটনার সঙ্গে ওয়াসেফের যুক্ত থাকা অসম্ভব। এলাকাবাসী পুলিশের কাছে অনুরোধ করেছেন, ঘটনা নিয়ে যথাযথ ও নিরপেক্ষ তদন্ত চালানো হোক।

আরও পড়ুন- West Bengal News Live Updates: দুর্গাপুরে ধর্ষণকাণ্ডে ধৃত নির্যাতিতার সহপাঠী, ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

Advertisment

স্থানীয়রা আরও জানান, ধৃতের পরিবারকে এ খবর পেয়ে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের মানুষজনের অভিযোগ, ওয়াসেফ একজন শান্তিপ্রিয় শৃঙ্খলাপরায়ণ ছাত্র, তাই তার বিরুদ্ধে অভিযোগে বিশ্বাস করা কঠিন। এলাকাবাসীরা আশা করছেন, পুলিশ দ্রুত ও সতর্কতার সঙ্গে সমস্ত প্রমাণ যাচাই করে সত্য উদঘাটন করবে।

আরও পড়ুন-Medicines:প্যাকেট খুললেই গুঁড়ো হয়ে যাচ্ছে, রাসায়নিক মানও ঠিক নেই, ৩৪ রকম ওষুধ তুলে নেওয়ার নির্দেশ

দুর্গাপুর পুলিশ জানিয়েছে, ধৃতের সঙ্গে ওই কাণ্ডে জড়িত অন্যান্য ব্যক্তিদেরও শনাক্ত করতে তৎপর। ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য ও সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে তদন্ত চলছে। পুলিশ সূত্রে খবর, মামলাটি প্রাথমিকভাবে দুর্গাপুর শহরের বিভিন্ন জায়গায় নজরদারি এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে এগোচ্ছে।

রাজ্য রাজনীতিতেও এই ঘটনায় তোলপাড়, বিভিন্ন রাজনৈতিক দল ঘটনাটিকে কেন্দ্র করে প্রতিক্রিয়া দিচ্ছে। এদিকে স্থানীয় মানুষজনও আশা করছেন, দ্রুত সত্য উদঘাটিত হবে এবং অভিযুক্তদের শাস্তি নিশ্চিত হবে। পুলিশ জানিয়েছেন, তদন্ত চলাকালীন আরও গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-BJP protest march:খগেন মুর্মু থেকে মনোজ ওরাঁও, আদিবাসী নেতাদের নিরাপত্তার দাবিতে পথে রাজ্য BJP

এদিকে, ধৃতের পরিবার এই ঘটনার সঙ্গে নিজ সন্তানকে যুক্ত না দেখার অনুরোধ জানিয়েছে। তাদের দাবি, ওয়াসেফ আলি নির্দোষ এবং তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। স্থানীয়রা পুলিশের প্রতি আস্থা রাখার পাশাপাশি চান, আইনি প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলুক এবং কোনো নিরীহ মানুষকে অন্যায়ভাবে সংযুক্ত করা না হোক।

Arrested Malda Durgapur rape case