বালি মাফিয়াদের হাতে নৃশংস খুনের ঘটনা, চরম চাঞ্চল্যে হুলস্থূল, তোলপাড় কান্দি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এক ব্যক্তি নদী থেকে মাত্র এক বস্তা বালি তুলতে গিয়েছিলেন। সেই সময় এলাকায় সক্রিয় বালি মাফিয়া চক্রের সদস্যরা তাঁকে বাধা দেয়। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এক ব্যক্তি নদী থেকে মাত্র এক বস্তা বালি তুলতে গিয়েছিলেন। সেই সময় এলাকায় সক্রিয় বালি মাফিয়া চক্রের সদস্যরা তাঁকে বাধা দেয়। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়

author-image
IE Bangla Web Desk
New Update
murshidabad-illegal-sand-mafia-attack-villager-killed

চরম চাঞ্চল্য

মুর্শিদাবাদের কান্দি থানার হিজল অঞ্চলের দক্ষিণপাড়া এলাকায় রবিবার সকালে ময়ূরাক্ষী নদীর ঘাট সংলগ্ন এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। অভিযোগ, অবৈধ বালি তোলাকে কেন্দ্র করে বালি মাফিয়াদের হামলায় এক প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এক ব্যক্তি নদী থেকে মাত্র এক বস্তা বালি তুলতে গিয়েছিলেন। সেই সময় এলাকায় সক্রিয় বালি মাফিয়া চক্রের সদস্যরা তাঁকে বাধা দেয়। বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা মুহূর্তের মধ্যেই হাতাহাতিতে রূপ নেয়।

আরও পড়ুন- একবার বিনিয়োগেই নিশ্চিত মাসিক আয়! পোস্ট অফিসের এই স্কিমে মিলবে প্রতি মাসে ৯,০০০ টাকা উপার্জনের সুযোগ

Advertisment

চোখের সামনে ভাইকে মারধর হতে দেখে ৭০ বছর বয়সি গোলাম শেখ ছুটে যান তাঁকে বাঁচাতে। কিন্তু উল্টে বালি মাফিয়াদের রোষের শিকার হন তিনিও। অভিযোগ, তাঁকে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলাম শেখের।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন- ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়! আর মাত্র কিছু সময়, কলকাতায় তুফানি তান্ডবের তুমুল সতর্কতা!জারি হল ইয়েলো অ্যালার্ট

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই এই এলাকায় বালি মাফিয়াদের দৌরাত্ম্য চলছে, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। মৃতের পরিবারের দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে।

কান্দি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন- রাজপুরে নিজের ফ্ল্যাটে আক্রান্ত কেন্দ্রীয় শুল্ক আধিকারিক, পাশে থেকে সাহায্যের আশ্বাস শুভেন্দুর

Murshidabad