/indian-express-bangla/media/media_files/2025/09/23/kolkata-rain-4-2025-09-23-13-08-15.jpg)
ভয়ঙ্কর বৃষ্টির তুমুল সতর্কতা! কলকাতা-হাওড়া-হুগলিতে বিরাট দুর্যোগ, জারি হল ইয়েলো অ্যালার্ট
ভয়ঙ্কর বৃষ্টির তুমুল সতর্কতা! কলকাতা-হাওড়া-হুগলিতে বিরাট দুর্যোগ, জারি হল ইয়েলো অ্যালার্ট
সাগরে ফণা তুলেছে ভয়ঙ্কর নিন্মচাপ। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোন্থা দ্রুত শক্তি সঞ্চয় করছে। তার প্রভাবে আগামী সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি। ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৭ অক্টোবর) রাত থেকে হালকা বৃষ্টি শুরু হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ২৮ ও ২৯ অক্টোবর মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ইয়েলো অ্যালার্ট জারি করেছে। শহরে সম্ভাব্য জলজটের পরিস্থিতি সামলাতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে কলকাতা পুরসভা। পাম্পিং স্টেশন, নিকাশি ব্যবস্থা ও নালা পরিষ্কারের কাজ চলছে দ্রুতগতিতে।
আরও পড়ুন- অপরাধীদের স্বর্গরাজ্য বাংলা? কালনার ঘটনায় শিউরে উঠবেন, নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন
বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড়
বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বাংশে ১০.৮° উত্তর অক্ষাংশ এবং ৮৮.৮° পূর্ব দ্রাঘিমায় অবস্থান করছে নিম্নচাপটি। রবিবার (২৬ অক্টোবর) এটি গভীর নিম্নচাপে এবং সোমবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আইএমডি। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এটি আরও শক্তি সঞ্চয় করে ‘তীব্র ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে।
আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে বয়ে যেতে পারে, দমকা হাওয়া বইতে পারে ১১০ কিমি বেগে।
আরও পড়ুন- খাস কলকাতায় ব্যাস্ত বাসস্ট্যান্ডে গলায় রড ঢুকিয়ে খুন, মেয়রের ওয়ার্ডেই হুলস্থূল কাণ্ড
কলকাতার জন্য সতর্কবার্তা
ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সোমবার রাত থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে মঙ্গলবার ও বুধবার বাড়বে তার তীব্রতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।
আরও পড়ুন- তীব্র কম্পন কর্ণাটক থেকে লাদাখে, কেঁপে উঠল জাপান-মায়ানমারও
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
আইএমডি জানিয়েছে, ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল থাকবে। তাই ওই সময়ের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, সম্ভাব্য জলজট মোকাবিলায় সব পাম্পিং স্টেশন প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, নিম্নাঞ্চলগুলিতে অতিরিক্ত কর্মী ও মোবাইল টিম মোতায়েন করা হচ্ছে যাতে দ্রুত জল নিষ্কাশন করা যায়। সপ্তাহের শুরুতেই কলকাতার আকাশে মেঘলা ভাব ও আর্দ্রতা বাড়বে। সবচেয়ে ভারী বৃষ্টি হতে পারে ২৮ ও ২৯ অক্টোবর।
আরও পড়ুন-রেলের বড় সিদ্ধান্ত, আগামী সোমবার থেকেই এই ট্রেনগুলি আর দাঁড়াবে না বিধাননগর রোড স্টেশনে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us