/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/Mamata-2.jpg)
মুর্শিদাবাদে অশান্তির জেরে অবশেষে তড়িঘড়ি নেওয়া হল এই বড়সড় সিদ্ধান্ত
Murshidabad Jangipur SP Transfer (Murshidabad ও Jangipur-এ এসপি বদল): ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বেশ কিছুদিন আগে উত্তপ্ত হয়ে ওঠে নবাবের জেলা মুর্শিদাবাদ। তার প্রভাব পড়ে জঙ্গিপুরেও। সংঘর্ষের জেরে মৃত্যু হয় তিনজনের। লুটপাট ও দফায় দফায় অশান্তির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিরোধী শিবির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথাযথ পদক্ষেপই নেওয়া হয়নি প্রশাসনের তরফে বলেই অভিযোগ উঠেছিল। এই আবহে দুই জেলার পুলিশ সুপারদের (SP) বদলি করল রাজ্য সরকার। নবান্নের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
গত কয়েক সপ্তাহে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে একাধিক হিংসা ঘটনার জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। প্রাণহানি, লুটপাট ও ভাঙচুরের পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এরপরই হঠাৎ করেই দুই জেলার পুলিশ সুপারদের বদলি ঘিরে শুরু হয়েছে বিস্তর জল্পনা। যদিও নবান্ন সূত্রে খবর, এটা সম্পূর্ণ রুটিন বদলি।
উত্তর সিকিমে লাগাতার বৃষ্টি, প্রবল দুর্যোগে হাজারেরও বেশি পর্যটক আটকে
সম্প্রতি রাজ্যের মুর্শিদাবাদ ও জঙ্গিপুর জেলাজুড়ে ঘটে যাওয়া গোষ্ঠী সংঘর্ষের আবহেই বড়সড় প্রশাসনিক রদবদলের পথে হাঁটল নবান্ন। শুক্রবার রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর দুই জেলার পুলিশ সুপারদের বদলির কথা জানানো হয়েছে। মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের পাশাপাশি বদলি করা হয়েছে রাণাঘাট পুলিশ জেলা সুপারকেও।
এক নজরে দেখে নিন কাকে কোথায় বদলি করা হয়েছে
সূর্যপ্রতাপ যাদব, এসপি (মুর্শিদাবাদ) → নারায়ণী ব্যাটেলিয়ন, কোচবিহার
আনন্দ রায়, এসপি (জঙ্গিপুর) → থার্ড ব্যাটেলিয়ন, ইএফআর, সালুয়া
কুমার সান্নি রাজ, এসপি (রানাঘাট) → নতুন এসপি, মুর্শিদাবাদ
অমিত কুমার সাউ, ডিসি (ট্রাফিক), কলকাতা → নতুন এসপি, জঙ্গিপুর
আশিস মৌর্য → নতুন এসপি, রানাঘাট
অংশুমান সাহা, (নারায়ণী ব্যাটেলিয়ন) → নতুন দায়িত্ব, ব্যারাকপুর এসএসএফ, সিও
কবে প্রকাশিত হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল? চূড়ান্ত দিনক্ষণ অবশেষে জানিয়েই দিল পর্ষদ
এদিকে দুই জেলার পুলিশ সুপারদের বদলিকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই মনে করছেন, এই বদলির নেপথ্যে রয়েছে ওয়াকফ অশান্তির ঘটনা। তবে রাজ্য প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, গোটাটাই একটা রুটিন ট্রান্সফার।