Murshidabad News: সূত্রের খবরে অতর্কিতে অভিযানে BSF-পুলিশ, সীমান্তের জেলা মুর্শিদাবাদে এবার গ্রেফতার কারা জানেন?

BSF operation: সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালায় সীমান্তরক্ষী বাহিনী, তাদের সঙ্গে ছিল স্থানীয় পুলিশও। যৌথ অভিযানে মেলে সাফল্য।

BSF operation: সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালায় সীমান্তরক্ষী বাহিনী, তাদের সঙ্গে ছিল স্থানীয় পুলিশও। যৌথ অভিযানে মেলে সাফল্য।

author-image
Gopal Thakur
New Update
Murshidabad,  Raninagar Police,  Harudanga,  BSF operation  ,Joint raid  ,Illegal entry,  Bangladeshis arrested,  Border security,  India-Bangladesh border  ,Rajshahi,  Cross-border infiltration,  Police & BSF collaboration,  Border patrol , Smuggling / border control,Murshidabad,  রনিনগর থানা,  হরুদাঙ্গা,  বিএসএফ  ,জয়েন্ট বাহিনী  ,অবৈধ অনুপ্রবেশ,  বাংলাদেশি নাগরিক গ্রেফতার  ,সীমান্ত রক্ষা  ,রাজশাহী , ভারত-বাংলাদেশ সীমান্ত,  অভিযান  পুলিশ ও বিএসএফ যৌথ  ,সীমান্ত চলাচল

Cross-border infiltration: ধৃতদের সঙ্গে নিয়ে রানীনগর থানার পুলিশ।

Border security: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার পুলিশ ও BSF-এর যৌথ বাহিনী হরুদাঙ্গা এলাকায় অভিযান চালায়। সেই অভিযানে হরুদাঙ্গা‑কালিনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (BOP)‑র ৭৩ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের সহায়তায় ৪ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়।

Advertisment

ধৃতরা হলেন মহম্মদ তরিকুল ইসলাম (৩০),মহম্মদ হাসান আলি, মহম্মদ নুর ইসলাম (৩৬) ও মহম্মদ রাবিউল ইসলাম। এরা বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানাধীন সাহারাগাছি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ৯ অক্টোবর ধৃতদের লালবাগের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ACJM) আদালতে পেশ করা হয়। পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তারা সজাগ রয়েছে। 

আরও পড়ুন- 'SIR হলে ১ কোটি ২০ লক্ষ নাম বাদ', দাবি শান্তনুর, 'ক্ষতি মতুয়া উদ্বাস্তুদেরই' পাল্টা মমতাবালার

Advertisment

মুর্শিদাবাদ বাংলাদেশ সীমান্তবর্তী একটি জেলা। এই জেলার সীমান্ত লাগোয়া এলাকায় সর্বক্ষণ নজরদারি চালাস বিএসএফ। গত এক বছরে বিশেষ করে বাংলাদেশে অস্থির অবস্থা নতুন করে বৃদ্ধি পাওয়ার পরে বেআইনি অনুপ্রবেশ মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। গত এক বছরে মুর্শিদাবাদের সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকা থেকে বহু বাংলাদেশী গ্রেফতার হয়েছে। 

আরও পড়ুন-West Bengal News Live Updates: প্রাথমিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ, কলকাতা হাইকোর্টের মামলা দায়ের

তবে শুধু মুর্শিদাবাদ জেলাই নয়, লাগোয়া মালদা অন্যদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে গত এক বছরে বহু বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার হয়েছে। এবার ফের একবার মুর্শিদাবাদ থেকে পুলিশ এবং বিএসএফের জালে চার বাংলাদেশি।

আরও পড়ুন-Gold Price Today: উৎসবের মরশুমে সোনা ছুঁলেই ছ্যাঁকা, কতটা দামি হল হলুদ ধাতু? জানলে চমকে যাবেন

Murshidabad Arrested Bangladeshi