/indian-express-bangla/media/media_files/2025/08/04/arrest-2025-08-04-09-19-59.jpg)
Naoda murder case: গ্রেফতার করা হয়েছে খুনের ঘটনায় অন্যতম প্রধান দুই অভিযুক্তকে।
Murshidabad crime update:মুর্শিদাবাদে নৃশংস খুনে এবার বেঙ্গালুরু থেকে বড়সড় গ্রেফতারি। মুর্শিদাবাদ জেলা পুলিশের বিশেষ দল বেঙ্গালুরুতে গিয়ে গ্রেফতার করেছে খুনে অভিযুক্ত দুই যুবককে। তবে অভিযুক্ত আরও অনেকে এখনও পলাতক রয়েছে। ধৃতদের দফায় দফায় জেরা করে তাদের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা।
মুর্শিদাবাদের আলিনগরে বোমা মেরে খুনের ঘটনায় বেঙ্গালুরু থেকে দুই যুবককে গ্রেফতার করল নওদা থানার পুলিশ। মুর্শিদাবাদের নওদার আলিনগর গ্রামে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গত ১ জুলাই ব্যাপক অশান্তি হয়।
বোমা মেরে খুন করা হয় রফিকুল মণ্ডল নামে এক ব্যক্তিকে। অভিযোগ, দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিবাদের জেরে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন- Kankalitala: সতীপীঠ কঙ্কালীতলায় তাজ্জব কাণ্ড! 'জলে জলে বিয়ে'র গল্পে গোটা তল্লাট মশগুল!
ঘটনার দিনই মূল অভিযুক্ত হাসিবুর মণ্ডল-সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। বাকিরা পলাতক ছিল। নানা সূত্র মারফত খবর পেয়ে এগোয় তদন্তের কাজ। শেষমেশ ভিনরাজ্যে অভিযুক্তদের খোঁজ মেলে।
এরপর নওদা থানার পুলিশ বেঙ্গালুরুতে হানা দিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম মামলেট মণ্ডল ও রুবেল মণ্ডল, তাদের বাড়ি নওদার আলিনগর এলাকায়।
আরও পড়ুন-Digha Tourist Guide Book: দীর্ঘ প্রতীক্ষার অবসান, পর্যটকদের জন্য বাম্পার উদ্যোগ গ্রহণ দীঘায়