/indian-express-bangla/media/media_files/2025/05/28/M01UkQSnmpbvHzd8DrT6.jpg)
Digha Sea Beach: দিঘার সমুদ্র পাড়।
Durga Puja: পুজোর থিমে ডাইনোসর! দুর্গাপুজোয় থিমের ছড়াছড়ি! তাকলাগানো মণ্ডপ গড়ে জোর চর্চায় ডব্লিউএসএ লোটাস ক্লাব। দিঘার পাশেই অলঙ্কারপুরে অলঙ্কারর পুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তৈরি হচ্ছে মণ্ডপ। পুজোর থিম 'ডাইনোসরের দেশে'। বাঁশ ও খড় দিয়ে ডাইনোসরের প্রতিকৃতি তৈরি করে প্রাগৈতিহাসিক যুগের আবহ ফুটিয়ে তোলা হবে মণ্ডপসজ্জার মাধ্যমে।
বিশাল ডাইনোসরের মডেল ও ডাইনো-প্রাণী দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে। দর্শকদের জুরাসিক যুগের আমেজ ফেরাবে এই মণ্ডপ। জুরাসিক পার্কের আবহ ফুটিয়ে তোলা হবে মণ্ডপসজ্জার মাধ্যমে। এবারের পুজোর ক'দিন তাঁদের মণ্ডপে ঢল নামাবেন দর্শনার্থীরা, এমনই আশা উদ্যোক্তাদের।
আরও পড়ুন- West Bengal News Live Updates:গোটা ওয়াকফ-আইন স্থগিত রাখার যুক্তি নেই : সুপ্রিম কোর্ট
বিবর্তনের ফলে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে। পরিবেশবান্ধব একটি মণ্ডপ তৈরি হচ্ছে। এবার লোটাস ক্লাবের দুর্গাপুজো পা দিল ৩৬ বছরেষ আর এই ৩৬ বছরের পুজোয় রীতিমতো তাক লাগিয়ে দিতে কোমর বেঁধে ময়দানে পুজোর উদ্যোক্তারা। মণ্ডপসজ্জায় অভিনবত্ব তো থাকছেই, সেই সঙ্গে প্রতিমাতেও থাকছে টেরাকোটার শিল্পের ছোঁয়া।
আরও পড়ুন-Kolkata Metro: পাতালপথের যাত্রা এবার আরও মসৃণ, যাত্রীদের স্বার্থেই অনবদ্য ভাবনা কলকাতা মেট্রোর!
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us