TMC leader death:যমে-মানুষে টানাটানিতে হল না শেষ রক্ষা! নৃশংস হামলায় তৃণমূলের দাপুটে নেতার মৃত্যু

Rejinagar political violence: রাতে বাড়ি ফেরার সময় ওই তৃণমূল নেতার পথ আটকেছিল দুষ্কৃতীরা। বেপরোয়াভাবে হামলায় গুরুতর জখম হন ওই তৃণমূল নেতা।

Rejinagar political violence: রাতে বাড়ি ফেরার সময় ওই তৃণমূল নেতার পথ আটকেছিল দুষ্কৃতীরা। বেপরোয়াভাবে হামলায় গুরুতর জখম হন ওই তৃণমূল নেতা।

author-image
Gopal Thakur
New Update
Murder

প্রতীকী ছবি।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল নেতার মৃত্যু। গত ২১ জুলাই মুর্শিদাবাদের রেজিনগরে এলাকার ডাকাবুকো তৃণমূল নেতা পতিত পালের উপর হালমা চালিয়েছিল দুষ্কৃতীরা। রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা পথ আটকায় তৃণমূলের বুথ সভাপতি পতিতের। বছর চল্লিশের ওই তৃণমূল নেতাকে ঘিরে ধরে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ বসায় দুষ্কৃতীরা। দিন কয়েক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতরাতে তাঁর মৃত্যু হয়েছে। 

Advertisment

মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার আন্দুলবেড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল বুথ সভাপতি ছিলেন পতিত পাল। গত ২১ জুলাই রাতে টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তার পথ আটকায় জনা কয়েক দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই ওই তৃণমূল নেতাকে ঘিরে ধরে বেপরোয়া ভাবে মারধর করতে থাকে দুষ্কৃতীরা। তারই মধ্যে কয়েকজন ধারালো অস্ত্র বের করে কোপাতে থাকে পতিত পাল নাম ওই তৃণমূল নেতাকে।

উপর্যুপরি হামলায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা পতিত পাল। এরই মধ্যে স্থানীয়দের কয়েকজন ছুটে আসায় পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূলের নেতাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিন কয়েক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে মৃত্যু হয়েছে ওই তৃণমূল নেতার।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates:একের পর এক দ্বীপরাষ্ট্রের মোদী-বরণ! ব্রিটেন KBE না দেওয়ায় কটাক্ষ মহুয়ার

 হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পতিত পাল তার ওপর আক্রমণকারী ৭ জনের নাম পুলিশকে জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে রেজিনগর থানার পুলিশ এফআইআর দায়ের করে ঘটনা তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন- weekend getaway:কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার পথ, বর্ষায় এতল্লাটের শোভা এককথায় অনবদ্য! যাবেন নাকি?

tmc Murder Murshidabad