/indian-express-bangla/media/media_files/2025/06/20/mamata-suvendu-2025-06-20-09-05-04.jpg)
News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Kolkata News Live Updates: বিহারে ভোটার তালিকায় সংশোধনের তোলপাড়ের মধ্যেই বাংলায় চালু হতে চলেছে SIR? সেই জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে। তার মধ্যেই জেলার ১০৮ বিধানসভা এলাকার বিএলও দের প্রশিক্ষণ হল নজরুল মঞ্চে। হাজির ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এর পাশাপাশি বাংলা নিয়ে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তাঁর নিশানায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে এসআইআরের (Special Intensive Revision) প্রেক্ষিতে শুভেন্দুর দাবি, বাংলায় নাকি ১ কোটি ২৫ লক্ষ রোহিঙ্গা বসবাস করছে, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। শুভেন্দু বলেন, “বাংলায় ১ কোটি ২৫ লক্ষ রোহিঙ্গার নাম বাদ যাবে। বাংলাদেশ থেকে অনেকে এসে বাস করছে। কেউ ভিসা করে এসেও ফিরে যায়নি। কেউ কাঁটাতার পেরিয়ে ঢুকছে। বিহারে যদি ৫০ লক্ষ বাদ যায়, তাহলে বাংলায় ১.২৫ কোটির নাম বাদ যাওয়া সময়ের অপেক্ষা।” তালিকা সংশোধনের পর “মুখ্যমন্ত্রীকে আর কেউ বাঁচাতে পারবে না বলে কটাক্ষ করেছেন ” বিরোধী দলনেতা। তিনি বলেন, “সব চুরি-চামারি হয়েছে সব বন্ধ হয়ে যাবে। যারা যারা ভুয়ো ভোট করত, তারা এবার বেরিয়ে যাবে। ফলস ভোটিং কমে যাবে।”
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় কেদার উপত্যকায় মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে স্থানীয় মানুষ। প্রবল বৃষ্টিপাত ও ভুমি ধসে বহু বাড়ি ও যানবাহন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে প্রশাসন সূত্রে খবর। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF, SDRF), শুরু হয়েছে উদ্ধারকাজ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ঘটনাস্থলের একাধিক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, পাহাড় থেকে বিশাল ধস নেমে গাড়ি এবং ঘরবাড়ি চাপা পড়ছে। ধ্বংসাবশেষে পরিণত হয়েছে গোটা অঞ্চল। বহু মানুষ এখনও আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতরের পুর্বাভাস জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রুদ্রপ্রয়াগ, চামোলি, পিথোরাগড়, বাগেশ্বর-সহ একাধিক জেলায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। প্রসঙ্গত, এর কয়েকদিন আগেই হিমাচল প্রদেশের একাধিক জেলায় ভূমিধস ও প্রবল বৃষ্টিতে বহু মানুষের মৃত্যু হয়। এবার সেই একই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল উত্তরাখণ্ডও।
খাস কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। বাসের ধাক্কায়ছিটকে পড়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর।পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে কেষ্টপুর সংলগ্ন ভিআইপি এলাকায়। শনিবার বেলা সাড়ে বারোটা নাবাদ ২১১ রুটের একটি বাস হঠাৎ করে সাইকেল আরোহীকে ধাক্কা দেয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। জানা গিয়েছে মৃতের নাম অমিত মান্ন, বাড়ি মেদিনীপুরে। তিনি কলকাতায় অনলাইন ফুড ডেলিভারি করতেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় চূড়ান্ত চাঞ্চল্য সৃষ্টি হয়। দেহ উদ্ধার করে আরজি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এই বছরের দুর্গা পুজো। ইতিমধ্যেই বড় পুজো কমিটিগুলি মণ্ডপ তৈরির কাজ পুরোদমে শুরু করে দিয়েছে। এদিকে সব কিছু ঠিকঠাক থাকলে দিন কয়েকের মধ্যেই শহরের বড় পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ সেই বৈঠকে কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের পাশাপাশি, কলকাতা পুরসভা, দমকল, পরবহণ বিভাগের শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন। এই বছর পুজোর অনুদান আরও বাড়ানো হতে পারে? এই প্রশ্নের উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
এবার আদালতে ভয়ঙ্কর জঙ্গি হামলা। বিচারপতির ঘরে ঢুকে গুলি-বৃষ্টি জঙ্গিদের। সাংঘাতিক হামলায় কমপক্ষে ৬ জনের মৃত্যুর খবর মিলেছে, গুলিবিদ্ধ হয়েছেন আরও অনেকে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ইরানে একটি আদালতে অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীদের হামলায় ৬ জন নিহত, ২০ জন আহত হয়েছেন। বন্দুক ও গ্রেনেড হামলা চালানো হয়েছে। ইরানের জাতীয় সংবাদমাধ্যম জানিয়েছে রাজধানীর জাহেদানে এই হামলার ঘটনা ঘটেছে। রাজধানী তেহরানের ১,১৩০ কিলোমিটার বা ৭০০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত এই ঘটনাস্থলটি পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে নিয়েছে। নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ বলে মনে করা আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার একটি প্রতিবেদনে হামলার জন্য জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলকে দায়ী করা হয়েছে, যারা ইরানের পূর্ব সিস্তান এবং পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতা চায়।
সাম্প্রতিক সময়ে একাধিক দ্বীপ রাষ্ট্র সম্মান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁর বিদেশ সফরের সময়ে মালদ্বীপ, পাপুয়া নিউগিনি, ফিজির মতো দেশের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় সম্মান। বিভিন্ন দেশ প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সম্মান দিলেও ব্রিটেন থেকে এমন পুরস্কার না মেলায় মহুয়া মৈত্রের কটাক্ষে মুখে মোদী। এক্স পোস্টে তিনি লিখেছেন, "বিভিন্ন দ্বীপরাষ্ট্র থেকে সাম্প্রতিক পুরষ্কারের পরেও মাননীয় নরেন্দ্র মোদীজি কেন ব্রিটেন থেকে KBE পাননি? তিনি এই ভ্রমণের জন্যই সংসদ এড়িয়ে গিয়েছেন?" উল্লেখ্য KBE হল ব্রিটেনের সর্বোচ্চ সম্মানগুলির একটি, যা প্রায়শই বিদেশি রাষ্ট্রনায়কদের দেওয়া হয়। টনি ব্লেয়ার থেকে শুরু করে বিল ক্লিনটনের মতো ব্যক্তিত্ব এই সম্মানে ভূষিত হয়েছেন এর আগে।
আরও পড়ুন- Kashmir Blast:ফের রক্তাক্ত ভূস্বর্গ, পুঞ্চে নিয়ন্ত্রণ রেখায় মাইন বিস্ফোরণে নিহত জওয়ান, জখম আরও ২
এদিকে ভরা বর্ষায় পরপর নিম্নচাপের জেরে রাজ্যের জেলায় জেলায় লাগাতার বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ শনিবার সেই বৃষ্টির ব্যাপকতা খানিকটা কমলেও এখনই বৃষ্টি পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গের। আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে। উত্তরের আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।
আরও পড়ুন- Kolkata weather Update:পরপর নিম্নচাপ, লাগাতার বৃষ্টি দক্ষিণবঙ্গে, বর্ষার রুদ্র রূপ দেখবে বাংলা?
-
Jul 26, 2025 15:21 IST
Kolkata News Live Updates: একগুচ্ছ ট্রেন বাতিল
ফের একবার শিয়ালদহ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার এবং আগামীকাল রবিবার দমদম স্টেশনের কাছে কিছু রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তারই জেরে এই ট্রেন বাতিল এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারাসাত, শিয়ালদহ-দত্তপুকুর সহ বেশ কিছু লোকাল ট্রেন এই দু'দিন বাতিল থাকবে। এছাড়াও পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
-
Jul 26, 2025 15:20 IST
Kolkata News Live Updates: CPM-কে দেশপ্রেমের পাঠ হাইকোর্টের!
গাজায় ইজরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে মুম্বইয়ের আজাদ ময়দানে প্রতিবাদ সমাবেশ করতে চেয়েছিল বামপন্থী একটি সংগঠন। তবে সেই সংগঠনকে সভার অনুমতি দেয়নি মুম্বই পুলিশ। সভার অনুমতি আদায়ে এরপর পথে নামে সিপিএম। বম্বে হাইকোর্টের দারস্থ হয়েছিল সিপিএম। বম্বে হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ এরপর সিপিএমের উদ্দেশ্যে এই মামলায় তাঁদের পর্যবেক্ষণে বলেন, "দেশে অনেক বিষয় নিয়ে কাজ করার আছে। দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনারা গাজা ও প্যালেস্তাইনের দিকেই তাকিয়ে রয়েছেন। কেন নিজেদের দেশের জন্য কিছু করছেন না? আগে দেশপ্রেমিক হয়ে উঠুন। গাজা ও প্যালেস্তাইনের জন্য কথা বলাটা দেশপ্রেম নয়।"
-
Jul 26, 2025 13:56 IST
Kolkata News Live Updates: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা মোদী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পছনে ফেলে আন্তর্জাতিক স্বীকৃতি ছিনিয়ে ১৪০ কোটি দেশবাসীকজে গর্বিত করলেন প্রধানমন্ত্রী মোদী।
-
Jul 26, 2025 13:41 IST
Kolkata News Live Updates: মমতাকে আক্রমণ অমিতের
ফের BJP নেতা অমিত মালব্যের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে তিনি লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এখন অবৈধ বাংলাদেশিদের জন্য প্রচুর চোখের জল ফেলবেন, তাঁর দাবি যারা "বাংলা ভাষায় কথা বলে" তাদের তার অতিথি হিসেবে গণ্য করা উচিত।এটি করুণা নয়, এটি সবচেয়ে নিকৃষ্ট ধরণের বিকৃতি, যেখানে অবৈধতাকে ন্যায্যতা দেওয়ার জন্য ভাষাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। বাংলার মুখ্যমন্ত্রী তার ক্ষুদ্র ভোটব্যাংক রাজনীতির জন্য ভারতের জাতীয় নিরাপত্তার সাথে প্রকাশ্যে আপস করছেন।যখন জাতীয় স্বার্থের চেয়ে তোষণকে অগ্রাধিকার দেওয়া হয়, তখন জাতিকে মূল্য দিতে হয়।"
Mamata Banerjee will now shed copious tears for illegal Bangladeshis, claiming they “speak Bangla” and should be treated as her guests.
— Amit Malviya (@amitmalviya) July 26, 2025
This isn’t compassion, it is the worst kind of perversion, where language is weaponised to justify illegality.
The Chief Minister of Bengal is… https://t.co/IqFFHGg7iK -
Jul 26, 2025 13:37 IST
Kolkata News Live Updates: ফের নদী ভাঙন
নতুন করে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ফের গঙ্গা ভাঙনে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ভাঙনের কবলে সামশেরগঞ্জের নতুন শিবপুর গ্রাম। শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ করে গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে শিবপুর গ্রামের পাকা রাস্তার একটি অংশ। ফলে নতুন করে ভাঙন আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। নতুন করে এলাকা জুড়ে ভাঙন সৃষ্টি হতেই আসবাবপত্র নিয়ে অন্যত্র পালাতে শুরু করেছেন সাধারণ মানুষ।
-
Jul 26, 2025 12:48 IST
Kolkata News Live Updates: কার্গিল বিজয় দিবসে হুঙ্কার সেনাপ্রধানের
'আমরা কাপুরুষতার জবাব বীরত্বের সাথে দিয়েছি', কার্গিল বিজয় দিবসে হুঙ্কার সেনাপ্রধানের। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অপারেশন সিন্দুর সম্পর্কে বলেন, 'ভারতীয় সেনাবাহিনী ৬-৭ মে রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি সন্ত্রাসীঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে, কোনও নিরীহ সাধারণ নাগরিকের ক্ষতি করা ভারতের উদ্দেশ্য নয়'।
-
Jul 26, 2025 12:39 IST
Kolkata News Live Updates:মৎস্যজীবীদের জালে ইলিশের বন্যা
ফের মৎস্যজীবীদের জালে সমুদ্রের রূপোলি শস্যের জোয়ার। টন টন ইলিশ তুলে উপকূলে ফিরেছে বহু ট্রলার। ভরা বর্ষায় ফের একবার ইলিশের বন্যা। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। বিপুল পরিমাণে ইলিশ ওঠায় জুলাইয়ের শেষে বাজারে ইলিশের দামও খানিকটা কমবে বলে আশাবাদী মৎস্য বিক্রেতারা। স্বাভাবিকভাবেই এই খবরে জিভে জল ইলিশপ্রেমী বাঙালির।
বিস্তারিত পড়ুন- Hilsa:মৎস্যজীবীদের জালে ইলিশের বন্যা, বিপুল জোগানে দামও কমতে পারে সাগরের রূপোলি শস্যের
-
Jul 26, 2025 12:03 IST
Kolkata News Live Updates:দলের সভামঞ্চে বসে 'সুখটান' তৃণমূল নেতার!
পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের ডাকে সভায় সিগারেটে সুখটান দলের অঞ্চল সভাপতির। ভিডিও সামনে আসতেই বিতর্ক ছড়িয়েছে। জামালপুরের আঝাপুরে শ্রমিকদের পাশে থাকার জন্য সভায় এসে সভা মঞ্চে বসে সিগারেটে সুখটান দিয়ে ধোঁয়া ওড়াচ্ছেন আঝাপুর অঞ্চল তৃণমূলের সভাপতি প্রতাপ রক্ষিত। পাশে বসে জামালপুর ব্লক তৃণমূল INTTUC সভাপতি তাবারক আলি মন্ডল, ছিলেন অনান্য শ্রমিক সহ নেতৃত্বরা। মঞ্চে বসে তৃণমূল নেতার সিগারেটে সুখটানের নিন্দা জানিয়েছেন দলেরই অনেকে।
-
Jul 26, 2025 10:47 IST
Kolkata News Live Updates:নিহত জওয়ান
ফের রক্ত ঝরল ভূস্বর্গে। এবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন সেনা সদস্য নিহত হয়েছেন। বিস্ফোরণে আরও দুই জওয়ান জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। নিহত জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সেনাবাহিনীর। সেই সঙ্গে জখম দুই জওয়ানের চিকিৎসায় সব ধরনের বন্দোবস্ত করা হয়েছে। যদিও আপাতত ওই দুই জওয়ানের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
বিস্তারিত পড়ুন- Kashmir Blast:ফের রক্তাক্ত ভূস্বর্গ, পুঞ্চে নিয়ন্ত্রণ রেখায় মাইন বিস্ফোরণে নিহত জওয়ান, জখম আরও ২
-
Jul 26, 2025 10:46 IST
Kolkata News Live Updates:হেল্পলাইন নম্বর চালু
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর হেনস্থার অভিযোগ উঠেছে বারবার। বিশেষ করে ভিনরাজ্যে কাজে গিয়ে প্রায়শই হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের একটি বড় অংশকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিকবার সোচ্চার হয়েছেন। তৃণমূলের সাংসদরাও সংসদে ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে সুর চড়া করেছেন। এবার বাংলা থেকে ভিনরাজ্যে কাজে গিয়ে সমস্যায় পড়লে যোগাযোগের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।
বিস্তারিত পড়ুন- West Bengal Police:বাংলা থেকে ভিনরাজ্যে গিয়ে সমস্যায় পড়েছেন? সহায়তার জন্য হেল্পলাইন নম্বর চালু
-
Jul 26, 2025 09:26 IST
Kolkata News Live Updates:বর্ষার রুদ্র রূপ দেখবে বাংলা?
লাগাতার বৃষ্টিতে হাবুডুবু অবস্থা তৈরি হয়েছিল কলকাতার দিকে দিকে। বিভিন্ন এলাকায় জল জমে প্রতি বারের চেনা দুর্ভোগের সেই ছবি ফিরেছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গে জেলায় জেলায় নিচু এলাকাগুলিতেও জল জমেছে। আজ উইকেন্ডেও বৃষ্টি চলবে শহর থেকে জেলা সর্বত্র। তবে বৃষ্টির সেই দাপট অবশ্য কিছুটা কমবে।
বিস্তারিত পড়ুন- Kolkata weather Update:পরপর নিম্নচাপ, লাগাতার বৃষ্টি দক্ষিণবঙ্গে, বর্ষার রুদ্র রূপ দেখবে বাংলা?