/indian-express-bangla/media/media_files/2025/07/26/waterfalls-2025-07-26-13-26-22.jpg)
Weekend Trip: দিন কয়েকের ছুটিতে বেড়িয়ে আসুন অপূর্ব এই এলাকা থেকে।
weekend trip from Kolkata:ভরা বর্ষায় দিন কয়েকের জন্য বেড়াতে ইচ্ছা করছে? ইচ্ছে থাকলেও লম্বা ছুটি পাওয়ার সম্ভাবনা নেই? দিন দু'য়েকের ছুটি ম্যানেজ করতে পারলেই ফাটাফাটি কয়েকটি অফবিট ডেস্টিনেশনে বেড়ানোর ষোলোআনা স্বাদ উপভোগ করতে পারবেন। কলকাতার কাছেই অপূর্ব-অনিন্দ্যসুন্দর এই এলাকাগুলি এককথায় অসাধারণ। ভরা বর্ষায় এর চিত্তাকর্ষক রূপ ভাষায় বর্ণনা করা কঠিন।
দিন দু'য়েকের ছুটি ম্যানেজ করতে পারলে আপনি ঘুরে আসতে পারেন প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে। এখানে বেশ কিছু জলপ্রপাত রয়েছে। বর্ষাকালে এই সব এলাকাগুলির প্রাকৃতিক শোভা এক কথায় অসাধারণ।
এই বর্ষায় উত্তরবঙ্গ বেড়ানো অনেকেই এড়িয়ে যেতে চান, পাহাড়ি এলাকায় যখন তখন ধ্বস নেমে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে বর্ষায় পাহাড়ি পথে নানা রকম বিপদেরও আশঙ্কা থাকে।
আর তাই নিরাপদে-নিভৃতে বর্ষায় দিন দুই-তিনেক ছুটি কাটাতে গেলে আপনি ঘুরে আসতে পারেন ঝারখণ্ড থেকে। ঝাড়খণ্ডের বেশ কিছু জলপ্রপাত রয়েছে, যা বর্ষায় অপূর্ব দেখতে লাগে।
হিরনি জলপ্রপাত:
ঝাড়খণ্ডের সবচেয়ে সুন্দর জলপ্রপাতগুলোর মধ্যে একটি হল এই হিরনি জলপ্রপাত। এখানে পৌঁছোতে আপনাকে কোনও সিঁড়ি দিয়ে উঠতে হবে না। শুধু জায়গাটায় পৌঁছে গিয়ে সব দিক থেকেই দারুণ সুন্দর দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। এই জলপ্রপাতের চারপাশে রয়েছে ঘন বন। যা এখানকার পরিবেশের মাধুর্য্য অনেকটাই বাড়িয়ে দেয়।
আরও পড়ুন-
জোনহা জলপ্রপাত:
ঝাড়খণ্ডের আরও একটি চিত্তাকর্ষক জলপ্রপাত হল এই জোনহা জলপ্রপাত। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতেই রয়েছে এটি। এই জলপ্রপাতের অপার সৌন্দর্য্য উপভোগ করতে হলে আপনাকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে।
বাঘমুণ্ডা জলপ্রপাত:
ঝাড়খণ্ডের গুমলা জেলায় অবস্থিত আরও একটি অসাধারণ জলপ্রপাতের নাম হল বাঘমুণ্ডা জলপ্রপাত। স্থানীয়রা বা পরিবেশবিদরা মনে করেন আজ থেকে প্রায় ৫০০ বছর আগে এই জলপ্রপাত প্রকৃতির বুকে তৈরি হয়েছিল। এটির খুব কাছেই রয়েছে একটি জগন্নাথ দেবের মন্দির। তাই বছরভর এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে।
আরও পড়ুন- GK-richest districts:পশ্চিমবঙ্গের প্রথম ৫টি 'বড়লোক' জেলার নাম জানেন? তালিকাটা অবাক করার মতোই!
মোতি ঝর্ণা:
ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় ছুঁয়ে রয়েছে এই মোতি ঝর্ণা। পাহাড়ের উপর থেকে নেমে আসছে ঝরনার জল। এই পাহাড়েরই একটি গুহায় রয়েছে বহু পুরনো শিবের মন্দির।