Murshidabad News:মাছ ধরতে গিয়ে কিশোরের রহস্যময় মৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

১০ বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের সদস্যদের। নিখোঁজের পর দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজ চলছে।

১০ বছরের শিশুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের সদস্যদের। নিখোঁজের পর দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজ চলছে।

author-image
Gopal Thakur
New Update
Raihan Sekh,  Child murder  ,Murshidabad  ,Salar police  ,Chandpara village,  Teen crime  ,Missing child  ,Police investigation,  North 24 Parganas,  Brutal killing,রায়হান সেখ,  শিশুমৃত্যু  ,মুর্শিদাবাদ  ,সালার থানার ঘটনা  ,চাঁদপাড়া গ্রাম  ,নৃশংস হত্যা,  নিখোঁজ শিশু  ,পুলিশ তদন্ত  ,দশ বছরের কিশোর,  মর্মান্তিক হত্যাকাণ্ড

Police investigation: এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চলয ছড়িয়ে পড়ে।

মুর্শিদাবাদের সালার থানার খাড়েরা গ্রামের তেঁতুলতলায় এক ১০ বছর বয়সী কিশোর রায়হান সেখকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গতকাল দুপুর দু’টো নাগাদ মাছ ধরতে বের হওয়া রায়হান নিখোঁজ হয়ে যায়। তার পর থেকেই পরিবার ও স্থানীয়রা রাতভর তাকে খুঁজে বেড়ান, কিন্তু কোনও হদিশ মেলেনি।

Advertisment

বুধবার দুপুরে স্থানীয় কিছু মানুষ ঝোপের ধারে রায়হানের দেহ পড়ে থাকতে দেখে। পাশে মাছ ধরার ছিপও পড়ে ছিল। খবর পেয়ে সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে যায়।

আরও পড়ুন- North 24 Parganas News:কটুক্তির প্রতিবাদে বোনের পাশে দাঁড়াতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত চিকিৎসক, থানায় পুলিশ

Advertisment

রায়হানের মা দাবি করেছেন, “দুপুরে মাছ ধরতে গিয়েই আমার ছেলেকে হত্যা করা হয়েছে। মাছ ধরাকে কেন্দ্র করেই তাকে মেরে ফেলা হয়েছে।” তার বাবা বলেন, “আমার ছেলের বিচার কি আমরা পাব? পুলিশ কি সত্যিই দোষীদের ধরবে?”

আরও পড়ুন-Adhir Chowdhury:'বাংলায় ভোট মানে ছাপ্পা-লুঠ-বেমাবাজি সবই হবে', SIR নিয়ে দলের অবস্থান স্পষ্ট অধীরের

খবর পেয়েই এদিন ঘটনাস্থলে যায় কান্দি থানার পুলিশ। পুরো এলাকা পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। 

police Murder Murshidabad