/indian-express-bangla/media/media_files/2025/10/22/murshidabad-2025-10-22-19-02-47.jpg)
Police investigation: এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চলয ছড়িয়ে পড়ে।
মুর্শিদাবাদের সালার থানার খাড়েরা গ্রামের তেঁতুলতলায় এক ১০ বছর বয়সী কিশোর রায়হান সেখকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গতকাল দুপুর দু’টো নাগাদ মাছ ধরতে বের হওয়া রায়হান নিখোঁজ হয়ে যায়। তার পর থেকেই পরিবার ও স্থানীয়রা রাতভর তাকে খুঁজে বেড়ান, কিন্তু কোনও হদিশ মেলেনি।
বুধবার দুপুরে স্থানীয় কিছু মানুষ ঝোপের ধারে রায়হানের দেহ পড়ে থাকতে দেখে। পাশে মাছ ধরার ছিপও পড়ে ছিল। খবর পেয়ে সালার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে যায়।
রায়হানের মা দাবি করেছেন, “দুপুরে মাছ ধরতে গিয়েই আমার ছেলেকে হত্যা করা হয়েছে। মাছ ধরাকে কেন্দ্র করেই তাকে মেরে ফেলা হয়েছে।” তার বাবা বলেন, “আমার ছেলের বিচার কি আমরা পাব? পুলিশ কি সত্যিই দোষীদের ধরবে?”
আরও পড়ুন-Adhir Chowdhury:'বাংলায় ভোট মানে ছাপ্পা-লুঠ-বেমাবাজি সবই হবে', SIR নিয়ে দলের অবস্থান স্পষ্ট অধীরের
খবর পেয়েই এদিন ঘটনাস্থলে যায় কান্দি থানার পুলিশ। পুরো এলাকা পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। স্থানীয়রা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us