Murshidabad: খানাখন্দে ভরা রাস্তায় উল্টে গেল খুদে পড়ুয়াদের স্কুল-ভ্যান, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Murshidabad accident: ভরা বর্ষায় রাজ্যের একাধিক রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। সম্প্রতি মুর্শিদাবাদের এই দুর্ঘটনার ছবি-ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Murshidabad accident: ভরা বর্ষায় রাজ্যের একাধিক রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। সম্প্রতি মুর্শিদাবাদের এই দুর্ঘটনার ছবি-ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

author-image
Gopal Thakur
New Update
Murshidabad accident  ,Poor road condition,  School van overturned,  Students injured , Road safety issue,  School children accident  ,Van mishap,  Rural road disaster,  Student transport problem,  Murshidabad news,  School commute danger,  Child safety,  West Bengal accident,  Road infrastructure failure,মুর্শিদাবাদ দুর্ঘটনা,  বেহাল রাস্তা  ,স্কুলভ্যান উলটে গেল,  স্কুলপড়ুয়া আহত,  রাস্তাঘাটের বেহাল দশা  ,ভ্যান দুর্ঘটনা  ,পড়ুয়াদের বিপদ  ,মুর্শিদাবাদ খবর,  পথ দুর্ঘটনা  ,ছাত্রদের দুর্ঘটনা,  স্কুল যাতায়াত সমস্যা,  গ্রামীণ রাস্তায় বিপদ  ,শিশু নিরাপত্তা,  স্কুলগামী শিশু

Murshidabad accident: খানাখন্দে ভরা রাস্তায় উল্টে গেল খুদে পড়ুয়াদের স্কুলভ্যান।

Murshidabad accident: একনাগাড়ে দফায়-দফায় চলা বৃষ্টির জেরে রাজ্যের দিকে দিকে একাধিক রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। শহর থেকে জেলা, ভরা বর্ষায় খানাখন্দে ভরা রাস্তায় ঝুঁকির যাতায়াতে প্রায়ই ঘটছে ছোটো-বড় দুর্ঘটনা। এবার মুর্শিদাবাদের নবগ্রামে বেহাল রাস্তা দিয়ে যাতায়াতের সময় উল্টে গেল খুদে পড়ুয়াদের স্কুল যাওয়ার টোটো। সেই ছবি-ভিডিও রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়।

Advertisment

রাস্তার বেহাল অবস্থার কারণে উল্টে গেল স্কুলের বাচ্চাদের ভ্যান। মুর্শিদাবাদের নবগ্রামের এই ঘটনা এখন রীতিমতো চর্চায়। মুর্শিদাবাদের নবগ্রামের পলসনডা থেকে লালবাগ যাওয়ার রাজ্য সড়কের দশা অত্যন্ত করুণ। দিকে দিকে পিচের প্রলেপ উঠে ছোটো-বড় গর্ত তৈরি হয়েছে। এবার সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় উল্টে গেল বাচ্চাদের স্কুলের গাড়ি। 

এই ভিডিও ভাইরাল হতেই বিরোধীরা সরকারের 'উন্নয়নের ফিরিস্তি'-কে তুলোধনা করে সোচ্চার হয়েছে বিরোধীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেহাল এই রাস্তায় এই বর্ষার সময় দুর্ঘটনা বড়সড় আশঙ্কা তৈরি করেছে। দীর্ঘদিন ধরে এই রাস্তার দুরাবস্থা নিয়ে প্রশাসনকে জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যা মেটাতে স্থায়ী কোনও পদক্ষেপ করা যায়নি। 

Advertisment

আরও পড়ুন- Abhishek Banerjee:'এক্তিয়ার বহির্ভূত কাজ কমিশনের', রাজ্যের অফিসারদের সাসপেন্ড ইস্যুতে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

কোনও কোনও সময় খানা-খন্দে ভরা রাস্তা মেরামতির নামে ভাঙা ইটের টুকরো, রাবিশ ফেলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু এ ব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ না হওয়ায় বৃষ্টির জলে ফের সেই রাবিশের প্রলেপ উঠে গিয়ে রাস্তার কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়ছে। অবিলম্বে এই বেহাল রাস্তাটির সংস্কার না হলে অচিরেই বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন-WBJEE Results 2025: WBJEE-এর ফলাফল নিয়ে বিরাট আপডেট! কবে ঘোষণা? কী জানালো বোর্ড?

accident Murshidabad Bengali News Today