WBJEE Results 2025: WBJEE-এর ফলাফল নিয়ে বিরাট আপডেট! কবে ঘোষণা? কী জানালো বোর্ড?

WBJEE Results 2025: ফের স্থগিত হল WBJEE 2025-এর ফলাফল। ফলে ঘোর বিপাকে রাজ্যজুড়ে হাজার হাজার পরীক্ষার্থী। সকলেরই প্রত্যাশা ছিল যে, আজ অর্থাৎ ৭ আগস্ট প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE 2025) ফলাফল।

WBJEE Results 2025: ফের স্থগিত হল WBJEE 2025-এর ফলাফল। ফলে ঘোর বিপাকে রাজ্যজুড়ে হাজার হাজার পরীক্ষার্থী। সকলেরই প্রত্যাশা ছিল যে, আজ অর্থাৎ ৭ আগস্ট প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE 2025) ফলাফল।

author-image
IE Bangla Web Desk
New Update
WBJEE Results 2025:

ফের স্থগিত হল WBJEE 2025-এর ফলাফল

WBJEE Results 2025: ফের স্থগিত হল WBJEE 2025-এর ফলাফল।   ফলে ঘোর বিপাকে রাজ্যজুড়ে হাজার হাজার পরীক্ষার্থী। সকলেরই প্রত্যাশা ছিল যে, আজ অর্থাৎ ৭ আগস্ট প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE 2025) ফলাফল। তবে বোর্ড সূত্রে খবর, আজ জয়েন্টের ফলাফল প্রকাশ হচ্ছে না। কলকাতা হাইকোর্টে চলা মামলার জেরে ফের একবার ফল প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিল WBJEE বোর্ড। ফলে, পরীক্ষার্থীদের উদ্বেগ আরও বাড়ল।

Advertisment

অ্যাডভেঞ্চার ভালোবাসেন? এই স্পোর্টস বাইকগুলি হোক ভ্রমণে আপনার সেরা পার্টনার

বোর্ডের চেয়ারপার্সন ডঃ সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে, জাতিগত শংসাপত্র সংক্রান্ত তথ্য আপলোডের কাজ ২ আগস্টের মধ্যে শেষ করে ৭ আগস্ট ফল প্রকাশ করা হবে। কিন্তু বুধবার গভীর রাতে আদালতে নতুন করে মামলা দায়ের হওয়ায় ফল প্রকাশের সেই পরিকল্পনায় বাধা পড়ে। আজকের শুনানিতে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে ভার্চুয়ালি হাজির হয়ে রাজ্যের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে।

Advertisment

বড় ধামাকা jio-এর! অবাক করা দামে পান নেট-কলিং সবকিছু'ই ফ্রি!

আদালতের অন্তর্বর্তী আদেশে বলা হয়েছে, রাজ্য সরকারের নতুন ওবিসি তালিকায় ৭৭টি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত যথাযথ নথিপত্র ছাড়া নেওয়া হয়েছে, যা সংবিধানবিরোধী। এই কারণে আদালত নির্দেশ দেয়, যতক্ষণ না চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হচ্ছে ততক্ষণ যেন WBJEEB-এর ফলাফল প্রকাশ না  করে বোর্ড। ফলে, WBJEE 2025-এর ফলাফল এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রইল।

উল্লেখ্য, WBJEE 2025 পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২৭ এপ্রিল, রাজ্যের বিভিন্ন কেন্দ্রে। ফলাফল ডাউনলোড করার জন্য পরীক্ষার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in/wbjee -এ গিয়ে অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ ইন করতে হবে। ফলাফল র‍্যাঙ্ক কার্ড আকারে প্রকাশিত হবে, যাতে পরীক্ষার্থীর স্কোর ও র‍্যাঙ্ক উল্লেখ থাকবে।

স্বাধীনতা দিবসের আগে জম্মু-কাশ্মীরে ভয়ঙ্কর দুর্ঘটনা, সেনা মৃত্যুর আশঙ্কা, আহত বহু

ফলাফল প্রকাশের পর, বোর্ড কর্তৃক কাট-অফ মার্কস ও কাউন্সেলিংয়ের সময়সূচিও ঘোষণা করা হবে। তবে বোর্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যতক্ষণ না আদালত নির্দেশ দিচ্ছে তারা কোনও পদক্ষেপ নেবে না। ফলে পরীক্ষার্থীদের আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।

পরীক্ষার্থীরা যদি ফলাফলে কোনও ভুল পান, তবে ২৪ ঘণ্টার মধ্যে info@wbjeeb.in-এ ইমেল করে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রয়োজনীয় নথিপত্র সহ বোর্ড অফিসে সরাসরি যাওয়ার ব্যবস্থাও রয়েছে। সবশেষে বলা যায়, দীর্ঘ প্রতীক্ষার পরেও WBJEE 2025-এর ফলাফল ঘিরে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। আদালতের পরবর্তী শুনানির ওপরই নির্ভর করছে, পরীক্ষার চূড়ান্ত ফলাফলের দিনক্ষণ। 

২০০ টাকার কমে বাজার তোলপাড় করা প্ল্যান Jio এর, অফার জানলে মন আনন্দে নেচে উঠবে

WBJEE