Bangladeshi arrested:তৃণমূল নেতাকে বাবা বলে পরিচয় দিয়ে দিব্যি ভারতে বাস বাংলাদেশির, পরের ঘটনা জানলে...

Murshidabad News: উৎসবের মরশুমে সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছেন BSF জওয়ানরা।

Murshidabad News: উৎসবের মরশুমে সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছেন BSF জওয়ানরা।

author-image
Gopal Thakur
New Update
Murshidabad Suti Bangladeshi arrested,  Bangladeshi national caught in Murshidabad,  illegal immigration arrest Suti,  Bangladesh India border arrest , cross-border illegal entry West Bengal,মুর্শিদাবাদ সুতিতে বাংলাদেশি গ্রেফতার,  সুতি সীমান্ত বাংলাদেশী আটক  ,অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশি  ,সীমানা পারাপারে গ্রেফতার  ,পশ্চিমবঙ্গ বাংলাদেশি আটক

Suti Police Station: সুতি থানা।

রাজ্যে অবৈধভাবে বসবাস করার অভিযোগে ফের এক বাংলাদেশি গ্রেফতার। এলাকারই এক তৃণমূল কর্মীকে বাবা বলে পরিচয় দিয়ে তারই বাড়িতে অবৈধভাবে বসবাস করছিল অভিযুক্ত ওই ব্যক্তি। গোপন সূত্রে এই খবর পেয়ে অভিযান চালিয়ে BSF জওয়ানরা ওই ব্যক্তিকে পাকওড়া করেছে। 

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সুতি থেকে বাংলাদেশি নাগরিক মহম্মদ বাবুকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের রাজশাহীতে।

আরও পড়ুন- West Bengal News Live Updates: মর্মান্তিক! দুর্গা ঠাকুর আনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় পরপর মৃত্যু! আর্তনাদ, হাসপাতালে হাহাকার

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার স্থানীয় তৃণমূল কর্মী শাহেদুল শেখকে বাবা বলে পরিচয় দিয়ে সম্পূর্ণ অনৈতিকভাবে ভারতে বসবাস করছিল মহম্মদ বাবু। এমনকী তৃণমূল কর্মী শাহেদুল শেখের সাহায্যেই সে ভুয়ো আধার এবং ভোটার কার্ডও তৈরি করে নিয়েছিল। 

আরও পড়ুন- weekend getaway:দিঘার কাছেই কোলাহলহীন অপরূপ সাগর পাড়! অসাধরাণ এপ্রান্তে প্রাণের স্বস্তি, মনের আরাম!

গোপন সূত্রে খবর পেয়ে তাকে পাকড়াও করেন বিএসএফ জওয়ানরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও এলাকার তৃণমূল নেতৃত্ব জানিয়েছে ব্যক্তিগতভাবে কেউ এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকলে দল তার দায়িত্ব নেবে না।

BSF Murshidabad Bangladeshi