/indian-express-bangla/media/media_files/2025/09/27/suti-2025-09-27-13-47-21.jpg)
Suti Police Station: সুতি থানা।
রাজ্যে অবৈধভাবে বসবাস করার অভিযোগে ফের এক বাংলাদেশি গ্রেফতার। এলাকারই এক তৃণমূল কর্মীকে বাবা বলে পরিচয় দিয়ে তারই বাড়িতে অবৈধভাবে বসবাস করছিল অভিযুক্ত ওই ব্যক্তি। গোপন সূত্রে এই খবর পেয়ে অভিযান চালিয়ে BSF জওয়ানরা ওই ব্যক্তিকে পাকওড়া করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সুতি থেকে বাংলাদেশি নাগরিক মহম্মদ বাবুকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের রাজশাহীতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার স্থানীয় তৃণমূল কর্মী শাহেদুল শেখকে বাবা বলে পরিচয় দিয়ে সম্পূর্ণ অনৈতিকভাবে ভারতে বসবাস করছিল মহম্মদ বাবু। এমনকী তৃণমূল কর্মী শাহেদুল শেখের সাহায্যেই সে ভুয়ো আধার এবং ভোটার কার্ডও তৈরি করে নিয়েছিল।
গোপন সূত্রে খবর পেয়ে তাকে পাকড়াও করেন বিএসএফ জওয়ানরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও এলাকার তৃণমূল নেতৃত্ব জানিয়েছে ব্যক্তিগতভাবে কেউ এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকলে দল তার দায়িত্ব নেবে না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us