/indian-express-bangla/media/media_files/2025/09/27/sea-beach-2025-09-27-12-24-30.jpg)
weekend trip: অফবিট এই সাগরতট ক্রমেই জনপ্রিয় হচ্ছে।
offbeat beach:দুর্গাপুজো শুরু। বাঙালির প্রাণের পার্বণে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসছে আট থেকে আশি। পুজোর সময়ে অনেকেই বেড়াতে যান। কেউ কেউ অল্প কয়েকদিনের ছুটিতে বেড়িয়ে পড়তে চান কাছেপিঠের কোনও জায়গায়, কেউ কেউ আবার লম্বা ছুটি নিয়ে বেরিয়ে পড়েন দূরের কোথাও। তবে যাঁরা দিন কয়েকের ছুটিতে একটা দারুণ ডেস্টিনেশনের খোঁজে আছেন, তাঁদের জন্যই এই বিশেষ প্রতিবেদন।
পুজোর ছুটিতে ঘুরে আসতে পারেন দিঘার কাছেই চন্দ্রাবলী সমুদ্র সৈকত থেকে। দিঘা থেকে মেরেকেটে এই এলাকার দূরত্ব ৪৫ মিনিটের মতো। চন্দ্রাবলী সমুদ্র সৈকতটি ওড়িশার বালাসোর জেলার একটি নির্জন সমুদ্র সৈকত। অপরূপ এখানকার পরিবেশ। নগর জীবনের কোলাহল থেকে যারা দূরে কোথাও শান্ত নিরিবিলি পরিবেশে দিন কয়েকের অবসর ভোগ করতে চান তাঁদের জন্য এই তল্লাট একেবারে পারফেক্ট চয়েজ।
শান্ত নির্জন কোলাহলহীন এই সাগর পাড়ে প্রকৃতির নিবিড় শান্তি উপভোগের ষোলোআনা সুযোগ মেলে। এখানকার অন্যতম আকর্ষণ হল লাল কাঁকড়া ও বিভিন্ন প্রকার পাখির কলরব। এক কথায় পুজোর এই সময়টায় এখানকার পরিবেশ লেখনীতে বর্ণনা করা বেশ কঠিন।
আরও পড়ুন- Kolkata Metro:কলকাতা মেট্রোয় নিয়ম বদলাতেই অভাবনীয় সাড়া! একগুচ্ছ সুবিধায় আপ্লুত যাত্রীরা
কলকাতার খুব কাছেই একটি অফবিট গন্তব্য হিসেবে দ্রুত চন্দ্রাবলী সমুদ্র সৈকতটি জনপ্রিয় হচ্ছে। এখনও পর্যটকদের বিপুল ভিড় এখানে নেই। সেই কারণেই যারা একটু নিভৃতে অবসর কাটাতে চান তাঁদের জন্য এই জায়গায় জুড়ি মেলা ভার।
আরও পড়ুন-Recruitment:দুর্গাপুজোর পরেই বিরাট নিয়োগ! হাজার-হাজার শূন্যপদে চাকরির বড় ঘোষণা
কলকাতা থেকে মেরেকেটে ৪ ঘন্টা দূরত্বে রয়েছে এই চন্দ্রাবলী সৈকত। উইকেন্ড ট্রিপে দিন দিন এই জায়গাটি দারুণ জনপ্রিয় হচ্ছে। কলকাতা থেকে ট্রেনে দিঘায় যান। সেখান থেকে স্থানীয় অটো, টোটো কিংবা ভ্যান আপনাকে চন্দ্রাবলী নিয়ে যাবে। এছাড়াও আপনি সড়কপথেও পৌঁছে যেতে পারেন অপূর্ব এই প্রান্তে।