Murshidabad News: প্রসব যন্ত্রণায় কাতর মহিলা, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে পরিজনেরা, খাস বাংলার এছবি এখন চর্চায়

Murshidabad health emergency: সোশ্যাল মিডিয়ায় ভিডিও-টি ছড়িয়ে পড়তেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। খাস এরাজ্যের এই প্রান্তের এমন ঘটনা রীতিমতো চর্চায়।

Murshidabad health emergency: সোশ্যাল মিডিয়ায় ভিডিও-টি ছড়িয়ে পড়তেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। খাস এরাজ্যের এই প্রান্তের এমন ঘটনা রীতিমতো চর্চায়।

author-image
Gopal Thakur
New Update
Murshidabad Suti pregnant woman stretcher carried to hospital bad road,Suti Murshidabad road condition pregnant woman hospital villagers,Murshidabad Suti village women carried on cot due to no motorable road,Suti I block dilapidated road pregnant patient carried by villagers,Murshidabad health emergency road access poor condition,মুর্শিদাবাদ সুতিতে সড়কের দুরবস্থা গর্ভবতী মহিলা খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে,সুতি অঞ্চলে গ্রামবাসীরা গর্ভবতী মহিলাকে ঢেকুড়ি নিয়ে হাসপাতাল নিয়ে গেছে,সুতি‑১ ব্লকে খারাপ রাস্তা গর্ভবতী মহিলাকে ভাসমান খাটিয়ায় হাসপাতালে,মুর্শিদাবাদ সুতির সড়কের অবস্থা গর্ভবতী রোগী খাটিয়ায়,সুতি এলাকায় রাস্তা না থাকায় মহিলাকে খাটিয়ায় হাসপাতাল নেওয়া

খাটিয়ায় চাপিয়ে গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা।

রাস্তার বেহাল দশায় ঢোকে না অ্যাম্বুলেন্স। শেষমেশ গর্ভবতী মহিলাকে খাটিয়ায় তুলে হাসপাতালের পথে পরিবার ও গ্রামবাসীরা! মুর্শিদাবাদের সুতির পারাইপুর এলাকার এই ঘটনা এখন রীতিমতো চর্চায়। সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো ভাইরাল সেই ভিডিও।

Advertisment

পরপর দু'বার রাস্তা তৈরির কাজের উদ্বোধন হয়েছে, তবে রাস্তা শেষমেশ তৈরি হয়নি। প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য শেষমেশ খাটিয়ায় শুইয়ে হাসপাতালের পথ ধরলেন গ্রামবাসীরা। মুর্শিদাবাদের সুতির এই ঘটনা এখন দারুণ চর্চায়! 

 

Advertisment

গ্রামাঞ্চলের সাধারণ মানুষ যাতে 'পাথশ্রী' প্রকল্পে তৈরি রাস্তা ব্যবহারের সুযোগ পান সেই উদ্দেশ্যেই রাজ্য সরকার প্রায় দেড় বছর আগে মুর্শিদাবাদের সুতি-১ ব্লকের হারুয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত পারাইপুর গ্রামে প্রায় ১ কিলোমিটার রাস্তা তৈরির জন্য ৩৯ লক্ষ টাকা বরাদ্দ করেছিল বলে জানা যায়।

তবে স্থানীয়  বিডিও অফিস থেকে রাস্তা নির্মাণের কাজের 'ওয়ার্ক অর্ডার' পাওয়ার পর আজ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ওই গ্রামে রাস্তা তৈরির কাজ শুরুই করেনি বলে অভিযোগ উঠেছে। তার ফলে আজও প্রচণ্ড অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন ওই গ্রামের কয়েকহাজার বাসিন্দা। 

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ওই গ্রামের একটি ভিডিওটিতে দেখা যাচ্ছে, গ্রামের রাস্তা কাদায় ভর্তি থাকায় গর্ভবতী এখন মহিলাকে তার পরিবারের সদস্যরা খাটিয়ায় চাপিয়ে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় সূত্রের খবর, ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি পারাইপুর গ্রামে দক্ষিণপাড়া এবং পূর্বপাড়ার মধ্যে ওই রাস্তা তৈরির জন্য এটি সংস্থাকে 'ওয়ার্ক অর্ডার' দেওয়া হয়। কিন্তু গত প্রায় দেড় বছরে ওই ঠিকাদার সংস্থাটি গ্রামে এক মিটার রাস্তাও তৈরি করেনি বলে অভিযোগ উঠেছে। 

আরও পড়ুন- West Bengal News live updates:রাজ্যের প্রতিটি জেলায় শপিংমল তৈরির ঘোষণা, নির্মাতাদের শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

অল্প বৃষ্টিতেই গ্রামের রাস্তা এক হাঁটু কাদায় ডুবে থাকে। গ্রামের কেউঅসুস্থ হয়ে পড়লে সেখানে অ্যাম্বুলেন্স বা অন্য কোনও গাড়ি ঢুকতে পারে না। ফলে অনেক সময় গ্রামের লোকজন খাটিয়া করে পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন বলে অভিযোগ।

আরও পড়ুন- TMC leader shot dead:শওকত ঘনিষ্ঠ তৃণমূলের ডাকাবুকো নেতাকে গুলি করে কুপিয়ে খুন, অশান্তির স্রোত ভাঙড়ে

Murshidabad Bengali News Today Pregnant Woman