West Bengal News live updates: বড়সড় অভিযানে দুর্দান্ত সাফল্য! ৫০ হাজার কোটি দুর্নীতি মামলায় বিরাট গ্রেফতারি

West Bengal News updates July 11 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি ক্রীড়া জগতের সব বড় খবরের টাটকা আপডেট জানুন।

West Bengal News updates July 11 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি ক্রীড়া জগতের সব বড় খবরের টাটকা আপডেট জানুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Rs 49,000 crore Ponzi scheme case

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

Kolkata News live updates July 11 2025: ৪৯ হাজার ২৫০ কোটি টাকার বিরাট দুর্নীতির পর্দা ফাঁস! উত্তরপ্রদেশ আর্থিক অপরাধ তদন্ত সংস্থা (EOW)ও ধারাবাহিকভাবে দুর্নীতির বিরুদ্ধে বড়সড় অভিযানে বিরাট সাফল্য পেয়েছে।  দুটি বড় অর্থনৈতিক কেলেঙ্কারিতে EOW  উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। EOW দুটি পৃথক মামলায় ৪৯ হাজার কোটি টাকা এবং ২৫০ কোটি টাকার জালিয়াতির মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করেছে। গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম গুরনাম সিং এবং ঝাড়খণ্ডের বাসিন্দা প্রেম প্রকাশ সিং। অভিযুক্ত গুরনাম সিং PACL-এর ডিরেক্টর। বর্তমানে, উভয় মামলায় গ্রেপ্তার হওয়াকে একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

Advertisment

উত্তরপ্রদেশ পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW),  PACL (Pearls Agro-Tech Corporation Limited)-এর ডিরেক্টর গুরনাম সিং (৬৯) কে গ্রেফতার করেছে  পাঞ্জাবের রূপনগর জেলা থেকে।
তিনি ৪৯,০০০ কোটির একটি বিশাল পানজি স্ক্যামের মূল অভিযুক্ত। অভিযোগ, দেশের ১০টি রাজ্যে প্রায় ৫ কোটির বেশি বিনিয়োগকারীকে প্রতারিত করেছেন তিনি। প্রতারণার ফাঁদ পেতেছিলেন জমির প্লট এবং উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে, অথচ সংস্থাটি ছিল না কোনও NBFC (নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি) হিসেবে নিবন্ধিত — যা RBI আইনের সরাসরি লঙ্ঘন। PACL মিথ্যা রিয়েল এস্টেট প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করে। বিনিময়ে প্লটের মালিকানা ও মোটা লাভের প্রলোভন দেখানো হত। তবে বাস্তবে ছিল না কোনও আইনি ভিত্তি বা রেজিস্ট্রেশন। এই মামলায় মোট ১০ জন অভিযুক্তের মধ্যে এখন পর্যন্ত ৪ জন জেলে এবং বাকিদের ধরতে চলছে তল্লাশি। গুরনাম সিং ছিলেন সবচেয়ে প্রভাবশালী অভিযুক্তদের একজন।

বর্ষাতেই শর্টসার্কিটের ভয়ঙ্কর সম্ভাবনা, আগুন লেগে হতে পারে চরম সর্বনাশ

Advertisment

পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে দিল্লিতে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই পরিযায়ী শ্রমিকদের নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিক সংক্রান্ত মামলার শুনানিতে এবার তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হাইকোর্টের। দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে? এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে দিল্লির মুখ্যসচিবকে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

রাজ্যের প্রতিটি জেলায় একটি করে শপিংমল তৈরি করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের ২৩টি জেলার সদর শহরে শপিংমল তৈরি করতে উদ্যোগ নিয়েছে খোদ রাজ্য সরকার। জমির জন্যও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সেই জমি এক টাকায় দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "জেলার হেড কোয়ার্টারে শপিংমল করছি। এক টাকায় জমি দেব।" এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শপিংমলের দুটি তলা রাজ্য সরকারের জন্য রাখতে হবে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাঁদের তৈরি জিনিসপত্র বিক্রি করবেন।

আরও পড়ুন- TMC leader shot dead:শওকত ঘনিষ্ঠ তৃণমূলের ডাকাবুকো নেতাকে গুলি করে কুপিয়ে খুন, অশান্তির স্রোত ভাঙড়ে

  • Jul 11, 2025 13:57 IST

    Kolkata News Live Updates:মহাকাশ থেকে পৃথিবীতে কবে ফিরবেন শুভাংশু?

    আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS)-এ সফলভাবে প্রায় দুই সপ্তাহ কাটানোর পর এবার পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। NASA সূত্রে জানা গিয়েছে, অ্যাক্সিয়ম-৪ মিশনের সদস্য শুক্লা ১৪ জুলাই পৃথিবীতে ফিরতে পারেন।

    বিস্তারিত পড়ুন- Axiom-4 mission: সবচেয়ে বড় আপডেট, কবে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরবেন শুভাংশু শুক্লা?



  • Jul 11, 2025 13:55 IST

    Kolkata News Live Updates:প্রসূতিকে খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে পরিজনেরা

    রাস্তার বেহাল দশায় ঢোকে না অ্যাম্বুলেন্স। শেষমেশ গর্ভবতী মহিলাকে খাটিয়ায় তুলে হাসপাতালের পথে পরিবার ও গ্রামবাসীরা! মুর্শিদাবাদের সুতির পারাইপুর এলাকার এই ঘটনা এখন রীতিমতো চর্চায়। সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো ভাইরাল সেই ভিডিও।

    বিস্তারিত পড়ুন- Murshidabad News: প্রসব যন্ত্রণায় কাতর মহিলা, খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে পরিজনেরা, খাস বাংলার এছবি এখন চর্চায়



  • Jul 11, 2025 13:54 IST

    Kolkata News Live Updates:শুভেন্দুর সমালোচনায় তৃণমূল

    গতকালই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসে দেখা করেছেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ও ওমর আবদুল্লাহকে পাশে নিয়ে বাঙালি পর্যটকদের নির্ভয়ে কাশ্মীরে যেতে অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রীর সেই আবেদনের প্রবল সমালোচনা করে সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু সমালোচনাই নয়, মুসলিম জনসংখ্যা যেখানে বেশি সেখানে পর্যটকদের যেতে নিষেধ করেছেন তিনি। শুভেন্দুর সেই মন্তব্যেরও পাল্টা সমালোচনায় সরব রাজ্যের শাসকদল।

    বিস্তারিত পড়ুন- Suvendu on Kashmir:'আগে প্রাণ বাঁচান, ভুলেও কাশ্মীর যাবেন না', শুভেন্দুর মন্তব্যের প্রবল সমালোচনায় তৃণমূল



  • Jul 11, 2025 13:53 IST

    Kolkata News Live Updates:কাঞ্চনের নামে মুখ্যমন্ত্রীকে চিঠি

    এবার তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানাল চিকিৎসকদের সংগঠন। কাঞ্চনের বিরুদ্ধে '২০০৯ মেডিকেয়ার অ্যাক্ট' অনুযায়ী উপযুক্ত পদক্ষেপের আবেদন জানিয়েছেন চিকিৎসক নেতা মানস গুমটা।

    বিস্তারিত পড়ুন- Kanchan Mullick: কাঞ্চনের মল্লিকের আচরণে যারপরনাই ক্ষুব্ধ চিকিৎসকদের সংগঠন, মুখ্যমন্ত্রীকে চিঠি



  • Jul 11, 2025 10:05 IST

    Kolkata News Live Updates:দুর্ঘটনার বলি পুলিশকর্তা

    ভয়াবহ পথ দুর্ঘটনার বলি খোদ পুলিশ কর্তা। সাগরদিঘীতে মারাত্মক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ট্রাফিক ওসির। জাতীয় সড়কে লরির ধাক্কায় দুর্ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে চূড়ান্ত  চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘী থানার শেখদিঘী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত ওই পুলিশের সাব ইন্সপেক্টরের নাম রাজ কুমার কর্মকার। তিনি জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সাগরদিঘী ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ ছিলেন। 

    বিস্তারিত পড়ুন- Bengal Road Accident: বিরাট দুর্ঘটনায় ভয়ঙ্কর মৃত্যু, চিকিৎসার সুযোগটুকু পেলেন না, হাসপাতালে আর্তনাদ, হাহাকার



  • Jul 11, 2025 10:04 IST

    Kolkata News Live Updates:তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুন

    ফের অশান্ত ভাঙড়। তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল। মৃত ব্যক্তির নাম রাজ্জাক খাঁ। আজ, বৃহস্পতিবার রাতে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের কাছে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর মৃত্যু হয় বলে খবর। তদন্ত শুরু করেছে পুলিশ।

    বিস্তারিত পড়ুন- TMC leader shot dead:শওকত ঘনিষ্ঠ তৃণমূলের ডাকাবুকো নেতাকে গুলি করে কুপিয়ে খুন, অশান্তির স্রোত ভাঙড়ে



  • Jul 11, 2025 10:03 IST

    Kolkata News Live Updates: আজও ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

    গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা নিম্নচাপ অভিমুখ বদলে ঝাড়খণ্ডের দিকে সরে গেছে। তারই জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এখন কমেছে। তবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির দাপট চলবে। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে? 

    বিস্তারিত পড়ুন- Kolkata weather forecast: আজও ভারী বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে, উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে মিলল বড় আপডেট!



Bengali News Today West Bengal News news in west bengal