Murshidabad Waqf Act Protest:ওয়াকফ সংশোধনী আইন (Waqf Amendment Act) প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরেই হিংসার আগুন জ্বলেছে বাংলার দিকে-দিকে। ওয়াকফ আইন (Waqf Act) নিয়ে চলা প্রতিবাদ রূপ নেয় সাম্প্রদায়িক সংঘর্ষের। মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় রীতিমতো দাঙ্গা (Murshidabad Violence) ছড়িয়ে পড়ে। প্রাণহানি পর্যন্ত ঘটেছে। শান্তি স্থাপনে ফের একবার সকলকে এগিয়ে আসার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেম সহ অন্যান্য ধর্মীয় গুরুদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ওয়াকফ আইন নিয়ে চলা বিক্ষোভ ঘিরে বাংলায় সাম্প্রদায়িক সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। শান্তি স্থাপনে সবাইকে এগিয়ে আসার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইমামদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এদিন বলেন, "ভাঙড়েও দেখলাম অশান্তি হল। কী দরকার এসবের? আমি চাইছি ইমামরা মসজিদ থেকে এটা বাকিদের বোঝান। বাংলায় BJP বিভাজনের চেষ্টা করছে। ওরা এখানে ক্ষমতায় আসতে চাইছে। এখানে এলে ওরা আপনাদের খাওয়া বন্ধ করে দেবে। বিজেপি দিল্লিতে এসে মাছ বন্ধ করে দিয়েছে। টাকার বিনিময়ে বাচ্চা ছেলেদের দিয়ে ইট ছড়াচ্ছে। বাংলার মাটিতে বিজেপির কথায় উত্তেজিত হয়ে কেউ অশান্তি করতে চাইলে তাকে নিয়ন্ত্রণ করুন।"
আরও পড়ুন- Waqf Protest LIVE: 'কিছুতেই অনুমতি দিচ্ছে না পুলিশ', মুর্শিদাবাদের ধুলিয়ানে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু
মুখ্যমন্ত্রী এদিন বিজেপিকে নিশানা করে আরও বলেছেন, "মেরুকরণের রাজনীতি করেই বাংলায় ক্ষমতায় আসতে চায় বিজেপি। বিজেপির প্ররোচনায় কেউ পা দেবেন না। সীমান্ত দিয়ে কাদের ঢুকিয়েছে বিএসএফ, সব দেখব। যারা দাঙ্গা করেছে তাদের একজনকেও ছাড়ব না।"
আরও পড়ুন- Mamata Banerjee: 'বলছে এই দাঙ্গায় হাত বাংলাদেশের, তবে তো দায় কেন্দ্রের', সোচ্চার মমতা
মুখ্যমন্ত্রীর কথায়, "মুসলিম ভাইবোনদের বলব, এই আইনে সংবিধানে যে সম্পত্তির অধিকারের কথা আছে তা ভেঙেছে। ১৮ ও ৩৫ অনুচ্ছেদে সম্পত্তির ওপর রাজ্য সরকারের অধিকারের কথা বলা আছে। সেটা রাজ্য বিধানসভার এক্তিয়ারভুক্ত। সেই অধিকারও কেড়ে নিয়েছে এই আইনের মাধ্যমে। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী।"