Murshidabad Violence: কলকাতায় ইমামদের নিয়ে বৈঠকে নাম না নিয়েও দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী। সামশেরগঞ্জ-ধুলিয়ান এলাকাটি আদতে মুর্শিদাবাদ জেলার আওতাধীন হলেও ওই দুই এলাকা মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের আওতাধীন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, সাম্প্রদায়িক সংঘর্ষের সময় ওই দুই এলাকায় দেখা যায়নি কংগ্রেস নেতাদের।
মুখ্যমন্ত্রীর তোলা এই অভিযোগের এবার জবাব দিয়েছেন মালদহ দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী। তিনি বলেন, "আমরা পুলিশকে জানিয়েছি। মুখ্যমন্ত্রী নিজে পুলিশমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানেন না কেন যে আমি সামশেরগঞ্জ ঘুরে এসেছি। ওখানে রাজ্য পুলিশের ডিজি ছিলেন। তাঁর সাথে কথাও হয়েছে। সামশেরগঞ্জ পার্টি অফিসেও গিয়েছি। পরশুদিন আমি বৈষ্ণবনগরের পারলালপুরে গেছি। যেখানে মুর্শিদাবাদ থেকে পালিয়ে আশ্রিতরা রয়েছেন। পুলিশ আমাকে অনুরোধ করেছেন এলাকায় শান্তি ফিরুক, তারপর এলাকা পরিদর্শন করবেন।"
তিনি আরও বলেন, "ওয়াকফ বিলের প্রতিবাদে মালদাতেও আমাদের অনেক পরিকল্পনা ছিল আন্দোলনের। জেলার ১৫ টি ব্লকেই আমরা আন্দোলন করতাম। কিন্তু পুলিশ অনুরোধ করায় আমরা তা করfনি। আইন-শৃঙ্খলা এবং শান্তি বজায় রাখার জন্য আমরা পুলিশের কথা শুনেছি। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মালদা এবং মুর্শিদাবাদের কংগ্রেস লিডারদের অপমান করছেন।" মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি BJP রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারেরও কড়া সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ।
আরও পড়ুন- West Bengal News Live: 'যোগ্য'দের চাকরি ফিরছে? রাজ্যের আবেদনে শেষমেশ বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
তিনি বলেন, "পারলালপুর এবং মোথাবাড়ি পরিদর্শনে বিজেপির অনেক বড় বড় লিডাররা মালদায় এসেছেন। উনি বলেছেন হাসুয়া ধরতে। এটা বেআইনি কথা। আমি সুকান্ত মজুমদারের নামে লিখিত অভিযোগ করব। আমরা পুলিশকে বলব বিজেপি একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে।"
মুর্শিদাবাদের ঘটনা নিয়ে তদন্তের দাবি প্রসঙ্গে ইশা খান বলেন, "NIA তদন্তের দাবি যদি স্থানীয়রা করে তাহলে অবশ্যই হওয়া দরকার। আক্রান্তরা চাইছে এনআইএ তদন্ত হোক, তাহলে অবশ্যই হওয়া দরকার। বিজেপি-তৃণমূল যৌথ ভাবে হিন্দু-মুসলমান ভাগ করছে। যাতে হিন্দু ভোট বিজেপিতে আর মুসলিম ভোট তৃণমূলে যায়।"
আরও পড়ুন- Hooghly News: ডাকাডাকিতেও সাড়া মেলেনি, বাড়িতে উঁকি দিতেই আঁতকে ওঠার মতো দৃশ্য দেখলেন প্রতেবেশীরা
গতকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেম ও অন্যান্য ধর্মীয় সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে তিনি মুর্শিদাবাদের অশান্তির প্রসঙ্গ তুলে কংগ্রেসেরও সমালোচনা করেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, "ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে। প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। যেখানে গন্ডগোল হয়েছে সেটা মুর্শিদাবাদ নয়, মালদার সিট। যেখানে গন্ডগোল হয়েছে সেখানে জিতেছে কংগ্রেস। জেতার সময় জিতবে, গন্ডগোলের সময় রাস্তায় থাকবে না? কংগ্রেসেরই পরিস্থিতি শান্ত করা উচিত ছিল। তৃণমূলের মদতে গন্ডগোল হলে তৃণমূলের তিন বিধায়কের বাড়ি ভাঙচুর হত না।"