/indian-express-bangla/media/media_files/2025/10/11/durgapur-2025-10-11-15-10-56.jpg)
Odisha medical student rape: নক্কারজনক এই ঘটনায় এই মেডিক্যাল কলেজে সুরক্ষার দিকটি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
medical student rape:দুর্গাপুরের একটি নামী বেসরকারি মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৮টা নাগাদ ওই কলেজ ক্যাম্পাসের বাইরে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কলেজ কর্তৃপক্ষের ভূমিকায় যারপরনাই হতাশ নির্যাতিতা ছাত্রীর পরিবার।
জানা গিয়েছে, গতকাল রাত ৮–৮:৩০টার দিকে ছাত্রীটি তাঁর এক বন্ধুর সঙ্গে ডিনারে বের হন। বন্ধু ছাত্রীকে একা রেখে চলে যেতে গেলে, রাত পর্যন্ত তিনজন অজ্ঞাত ব্যক্তি এসে তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে, ওই ব্যক্তিরা ছাত্রীকে ক্যাম্পাসের পাশের জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাঁকে ধর্ষণ করে।
নির্যাতিতা ছাত্রীর বাবা জানিয়েছে, অভিযুক্তরা তাঁর মেয়েকে বলেছিলেন, যদি তিনি এ বিষয়ে কারও কাছে কথা বলেন, তাহলে ভয়ঙ্কর পরিণতি হবে। তারা মোবাইল ফোন ফিরে পেতে টাকার দাবি করেছিল বলেও তার অভিযোগ।
আরও পড়ুন- Saugata Roy:কোনও পার্টি খেলা-মেলায় চলে গেলে তার পলিটিক্যাল সেন্স চলে যায়: সৌগত রায়
এদিকে পুলিশের দাবি, ঘটনাস্থলের CCTV ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে এবং ঘটনাস্থল থেকে ফরেন্সিক দলও প্রমাণ সংগ্রহ করবে। পুলিশের এক কর্মকর্তা বলেন, “পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। ছাত্রীর বন্ধুর সঙ্গে গত রাতে কথা বলা হয়েছে। আমরা CCTV ফুটেজ খুঁজছি। ফরেন্সিক দল ঘটনাস্থলে পাঠানো হবে। ছাত্রীর বিবৃতি রেকর্ড করা হয়েছে।”
আহত ছাত্রী বর্তমানে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবার জানিয়েছে, “আমরা আজ সকালেই দুর্গাপুরে পৌঁছেছি, কারণ মেয়ের বন্ধুদের কাছ থেকে ফোন এসেছিল।”ছাত্রীর মা বলেন, “আমার মেয়ে ক্যাম্পাসের বাইরে ডিনারে গিয়েছিল, তখন এই ঘটনা ঘটেছে।” তার বাবা বলেন, “আমরা শুনেছি কলেজটি পড়াশোনার দিক থেকে ভাল ছিল, সে কারণে তাকে এখানে ভর্তি করিয়েছিলাম।”
আরও পড়ুন-Kolkata Metro:বাম্পার বন্দোবস্ত কলকাতা মেট্রোর! রবিবারেও দুরন্ত পরিষেবা, জানুন বিশদে
পুলিশ এই ঘটনা তদন্তের সঙ্গে সঙ্গে, যে কোনও ধরনের প্রমাণ সংগ্রহ ও অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছে।