/indian-express-bangla/media/media_files/2025/02/25/I0qb4ENQlmS8hLebUCJj.jpg)
ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স।
Philippines Earthquake: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। মধ্য ফিলিপিন্স-এ মঙ্গলবার রাতে তীব্র ভূমিকম্পে এখন পর্যন্ত ৬৯ জনের মৃত্যুর খবর মিলেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯।
আরও পড়ুন-হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, মৃত্যুমিছিল, উৎসবের আনন্দ পরিণত হল বিষাদে
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সেবু প্রদেশের উপকূলীয় শহর বোগোর কাছাকাছি ১৭ কিমি উত্তর-পূর্বে। কম্পনের তীব্রতায় বহু বাড়িঘর ধসে পড়েছে বলেই জানা গিয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ৬৯-এ পৌঁছেছে। আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। DZMM রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে বিভিন্ন ভবন ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু অংশে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়েছে।
ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ। স্থানীয় বাসিন্দা আতঙ্কিত হয়ে রাতভর খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। ফিলিপাইন ভূকম্পন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে সমুদ্রপৃষ্ঠের স্তরে সাময়িক পরিবর্তন দেখা দিতে পারে। সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, তবে তিন ঘণ্টা পর সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
ফিলিপিন্স প্রশান্ত মহাসাগরীয় “রিং অফ ফায়ার”-এর কাছাকাছি অবস্থিত হওয়ায় এখানে প্রায়শ ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। এর আগে দেশটি দুটি বড় ভূমিকম্পের মুখোমুখি হয়েছে, যার ফলে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছিল। এই বছর মধ্য ফিলিপিন্সে সংঘটিত এই ৬.৯ মাত্রার ভূমিকম্প সবচেয়ে বড় দুর্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে।
বুধবার ভারতীয় দূতাবাস ফিলিপিন্স-এ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, কমপক্ষে ৬৯ জন মারা গেছেন। দূতাবাস জানিয়েছে, "সেবু প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি এবং ফিলিপিন্স সরকার ও জনগণের প্রতি ভারতীয় দূতাবাস গভীর সমবেদনা প্রকাশ করছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা এবং প্রার্থনা।" উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে, দেশটিতে দুটি বড় ভূমিকম্প আঘাত হানে, তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
The Embassy of India extends its deepest condolences to the people affected by the earthquake in the Cebu province and to the government and people of the Philippines. Our thought and prayers are with all those impacted by the earthquake.
— India in Philippines (@indembmanila) October 1, 2025