Kolkata News: ফের কলকাতা শহরে দম্পতির রহস্যে ভরা মৃত্যু, ধন্দে পুলিশও

Mysterious death of elderly couple in Kolkata: ফের কলকাতা শহরে প্রবীণ এক দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খুনের অভিযোগ তুলেছেন দম্পতির মেয়ে।

Mysterious death of elderly couple in Kolkata: ফের কলকাতা শহরে প্রবীণ এক দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খুনের অভিযোগ তুলেছেন দম্পতির মেয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Garfa Woman Death, গড়ফায় তরুণীর রহস্যমৃত্যু

Mysterious Death: প্রতীকী ছবি।

Mysterious death of elderly couple in Kolkata: আবারও কলকাতা শহরে রহস্যমৃত্যু দম্পতির। বুধবার সকালে পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুর এলাকায় একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই দম্পতি আত্মঘাতী হয়েছেন নাকি তাঁদের মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে মৃত দম্পতির মেয়ে তাঁর মা-বাবার মৃত্যুর পেছনে তাঁরই ভাই এবং ভাইয়ের বউয়ের জড়িত থাকার অভিযোগ তুলেছেন। ঘটনার পর থেকে বৃদ্ধ দম্পতির ছেলে-বউমার খোঁজ নেই। 

Advertisment

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুকুন্দপুর এলাকায় ছেলে-বউমার সঙ্গেই থাকতেন দুলাল পাল ও তাঁর স্ত্রী রেখা পাল। ছেলে-বউমার সঙ্গে প্রায়শই রীতিমতো ঝগড়াঝাটি চলত এই বৃদ্ধ দম্পতির। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রাতেও ছেলে-বউমার সঙ্গে দম্পতির তুমুল ঝগড়া হয়।

বুধবার সকালে মা-বাবাকে ফোন করেছিলেন তাঁদের বিবাহিতা মেয়ে। কিন্তু তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ না করতে পেরে বাধ্য হয়ে প্রতিবেশীদের ফোন করেন ওই তরুণী। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। দেখা যায়, ওই বাড়ির একটি ঘরে ঝুলছে বৃদ্ধ দুলাল পালের দেহ। আরও একটি ঘরে তাঁর স্ত্রী রেখা পালের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই ঘর থেকে পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। সেই সুইসাইড নোটের হাতের লেখা যাচাই করে দেখা হচ্ছে।

আরও পড়ুন- Belghoria Shootout: এবার বেলঘরিয়ায় রোমহর্ষক শুটআউট! নৃশংস খুন তৃণমূলকর্মীকে

Advertisment

এদিকে বৃদ্ধ দম্পতির মেয়ের অভিযোগ, তার বাবা-মাকে তাঁর ভাই ও ভাইয়ের বউ খুন করেছে। প্রতিবেশীরাও দম্পতির ছেলে ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে তাদের ওপর নির্যাতনের অভিযোগ তুলেছেন। আপাতত সব দিক খতিয়ে দেখেই তদন্ত চালাচ্ছে পুলিশ। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে দম্পতির ছেলে এবং বউমার কোনও খোঁজ নেই। তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- West Bengal News Live: পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণ, অবশেষে পুলিশের জালে চন্দ্রকান্ত

Bengali News Today news of west bengal news in west bengal kolkata Deadbody