Blast in Kalyani: গতকালের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর আজও থমথমে কল্যাণীর রথতলার টালিখোলা এলাকা। এখনও বাজি কারখানার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ধ্বংসাবশেষ। কোথাও বাজির প্যাকেট ও তো কোথাও রয়েছে স্তূপীকৃত পোড়া নানা জিনিস। এদিকে এই বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে আজ সকালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। তাঁকে হেফাজতে নিয়ে আরও জেরা করবেন তদন্তকারীরা।
Advertisment
পুলিশ সুপারের অফিস থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বেই রয়েছে এই বাজি কারখানা। শুক্রবার এখানেই ভয়াবহ বিস্ফোরণ প্রাণ কেড়েছে চার শ্রমিকের। আগুনে পুড়ে ঝলসে মৃত্যু হয়েছে তাঁদের। এদিকে এই ঘটনার পরপরই এই বাজি কারখানার মালিক খোকন বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঠিক কী ধরনের আতশবাজি এই কারখানায় তৈরি হতো তা ধৃতকে দফায়-দফায় জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
আজ শনিবার কল্যাণীর সেই বাজি কারখানায় তদন্তে যেতে পারে ফরেনসিক বিশেষজ্ঞরা। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে আরও তথ্য জোগাড়ের চেষ্টা করছেন তদন্তকারীরা। গোটা কারখানা চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। গতকাল দুপুরে কল্যাণীর রথতলা এলাকার ওই বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাজি কারখানার ছাদ উড়ে গিয়েছে। কারখানার ভিতরের দেওয়ালও ভেঙে পড়েছে। বিস্ফোরণের পরেই ওই কারখানায় দাউদাউ করে আগুন ধরে যায়। কারখানার ভেতরে থাকা বেশ কয়েকজনের চিৎকার শুনতে পান স্থানীয় বাসিন্দারা।
এলাকার বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় ভয়াবহ ওই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। আগুন নেভানোর কাজে দমকলকে সাহায্য করেছেন স্থানীয় বাসিন্দারা।