/indian-express-bangla/media/media_files/2025/10/06/nagrakata-2025-10-06-15-06-24.jpg)
Nagrakata attack: বিজেপি সাংসদ-বিধায়কের উপর হামলার জোরালো প্রতিবাদে বাম-কংগ্রেস।
Bengal flood relief attack: ধ্বস কবলিত নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে নজিরবিহীন আক্রমণের মুখে পড়েন মালদা উত্তরের BJP সাংসদ খগেন মুর্মু, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। ইটের ঘায়ে মাথা ফাটে খগেন মুর্মুর। তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ গেরুয়া দলের। নজিরবিহীন এই হামলা নিয়ে এবার শাসকদলের বিরুদ্ধে এককাট্টা বাম-কংগ্রেস।
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "সাহায্য করার সময় জাত, ধর্ম, বর্ণ, দল না দেখাই বিজ্ঞতার পরিচয়। এটা করার মধ্য দিয়ে আরও সংকীর্ণতা প্রকাশ পায়। আমি নিজেও করব না, কাউকে করতেও দেব না। এটা কখনও সমর্থনযোগ্য নয়। এটা বলার মানেই এটা নয়, যে আমি বিজেপির পক্ষে কথা বলছি। আমি ঘটনার পক্ষে-বিপক্ষে বলছি না। তবে এই রাজনীতি সমর্থনযোগ্য নয়।"
অন্যদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "এক মসয় উনিও (খগেন মুর্মু) বামপন্থী ছিলেন। তবে যেভাবে আক্রমণ হয়েছে এটা কখনও সমর্থনযোগ্য নয়। ওদের সঙ্গে আমাদের মতের মিল নাই থাকতে পারে। তবে এই হামলা আমরা সমর্থন করি না।"
এদিকে নাগরাকাটার এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "আমার আন্তরিক আবেদন, এই দুর্যোগে বহু মানুষ মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। তাঁদের কষ্ট আমরা গভীরভাবে অনুভব করছি। তবুও, এই কঠিন সময়েও আমাদের মনে রাখতে হবে , একতা ও ধৈর্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।সবার কাছে অনুরোধ, সাহস হারাবেন না, সংযম ও সতর্কতা বজায় রাখুন। সরকার ও প্রশাসন সর্বাত্মকভাবে মানুষের পাশে আছে, এবং আমরা সবাই মিলে এই দুর্যোগ কাটিয়ে উঠব।দয়া করে শান্ত থাকুন, গুজবে কান দেবেন না, এবং চারপাশের মানুষকে সহযোগিতা করুন। এই সময় কোনো অপ্রীতিকর ঘটনা কাম্য নয় , আমরা একে অপরের পাশে থেকে, একসাথে এই সংকটের মোকাবিলা করব।"
উল্লেখ্য, সোমবার নাগরাকাটায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে প্রাণঘাতী হামলার মুখে BJP সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। দু'জনেই আহত হয়েছেন। তবে ইট-পাথরের ঘায়ে মাথা ফেটেছে বিজেপি সাংসদ খগেন মুর্মুর। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।