/indian-express-bangla/media/media_files/2025/10/20/baroma-2025-10-20-08-11-51.jpg)
Naihati Baroma: নৈহাটির বড়মা!
Baroma Puja schedule:আজ কালীপুজো। রাজ্যের সর্বত্রই শ্যামা মায়ের আরাধনায় মুখর পরিবেশ। কালীঘাট থেকে তারাপীঠ, দক্ষিণেশ্বর থেকে কঙ্কালীতলা— সর্বত্রই চলছে শক্তির দেবীর বন্দনা। তারই সঙ্গে তাল মিলিয়ে নৈহাটির বড়মার মন্দিরেও আজ শুরু হয়েছে কালীপুজোর মহোৎসব। প্রতিবছরের মতো এবারও ভোর থেকেই ভক্তদের ঢল নেমেছে মন্দির চত্বরে। সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড়ে গমগম করছে বড়মার আশ্রম ও সংলগ্ন এলাকা।
এবছরের পুজোর নির্ঘণ্ট অনুযায়ী, সোমবার অর্থাৎ ২০ অক্টোবর ভোর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে দণ্ডির সময়। অমাবস্যা তিথি শুরু হবে দুপুর ২টা ৫৭ মিনিটে। মধ্যরাত ১২টায় শুরু হবে মূল পুজো, এবং রাত ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলির ফুল আনতে হবে ভক্তদের নিজেদেরই। অঞ্জলি শেষে শুরু হবে ভোগ প্রসাদ বিতরণ, যা চলবে রাত ৩টা থেকে পরের দিন অর্থাৎ ২১ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত।
ভোগ প্রসাদ বিতরণের কেন্দ্র নির্ধারিত হয়েছে সুষমা অ্যাপার্টমেন্ট ও জগবন্ধু রোড সংলগ্ন পুকুর পাড়ে। পাশাপাশি, বিশেষ সন্দেশ প্রসাদ বিতরণ করা হবে নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যা নিকেতন ও নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে, তবে এই প্রসাদের জন্য কুপন আগে থেকেই সংগ্রহ করতে হবে।
আরও পড়ুন-কলকাতাকেও থিমের বহরে টেক্কা, বারাসাতের এই মন্ডপসজ্জা না দেখেলেই নয়!
২১ অক্টোবর মঙ্গলবার দুপুর ২টায় হবে নিত্যপুজো, বিকেল ৪টা ২৬ মিনিটে শেষ হবে অমাবস্যা তিথি। সন্ধ্যায় রাত ৯টায় হবে সন্ধ্যারতি ও শীতলভোগ, তার পরেই আবার ভোগ বিতরণ।
২২ ও ২৩ অক্টোবর, যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবারও প্রতিদিন দুপুর ২টায় হবে নিত্যপুজো এবং রাত ৯টায় সন্ধ্যারতি ও শীতলভোগ। সব দিনেরই শেষে ভোগ প্রসাদ বিতরণের আয়োজন থাকবে।
সবশেষে, ২৪ অক্টোবর শুক্রবার সকাল ৭টায় হবে নিরঞ্জন পুজো ও দধিকর্মা। বিকেল ৪টেয় গঙ্গার পথে বেরোবে বড়মার নিরঞ্জন শোভাযাত্রা। পুজো উপলক্ষে ১৮ অক্টোবর শনিবার থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বড়মার মন্দির সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।
পুজোর এই মহাসমারোহ ঘিরে নৈহাটিতে ইতিমধ্যেই উৎসবের আবহ। আলোকসজ্জায় সেজে উঠেছে মন্দির চত্বর ও আশেপাশের এলাকা। প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা মিলিতভাবে কাজ করছেন যাতে ভক্তরা পুজোর আনন্দ নির্বিঘ্নে নিতে পারেন।