/indian-express-bangla/media/media_files/2025/09/16/suvendu-2025-09-16-15-34-34.jpg)
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী।
এবার মালদার মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা দলের মালদা জেলার সভাপতি আব্দুর রহিম বক্সিকে চরম হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। গতকালই BJP-র বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন এই তৃণমূল নেতা।
বিজেপি সেনাকে ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে পদচ্যুত করতে চায়, এমনই অভিযোগ ছিল তাঁর। এবার আব্দুর রহিম বক্সিকে জবাব দিতে গিয়ে সাংঘাতিক হুঁশিয়ারি দিয়ে বসলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই আব্দুর রহিম বক্সিকে কটাক্ষের সুরে শুভেন্দু বলেন, "আমি যখম মালদায় তৃণমূলের অজার্ভার ছিলাম, আমার গাড়ির দরজা কে খুলবে কম্পিটিশন হতো। তাতে রহিম থাকত আগে। আরএসপির মাল ছিল, বামপন্থী করত। অনক চাকরি-বাকরি বেচেছে সেই সময়। এখনও ছেলেকে দিয়ে করছে।"
এরপরেই তাঁকে চরম হুঁশিয়ারি দিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের আরও হুঁশিয়ারি, "আমি ওকে বলে দিলাম, ও (আবদুর রহিম বক্সি) যে ভাষায় কথা বলছে...বিজেপি আসার পর কয়েক ঘণ্টার মধ্যে ও জেলে যাবে। মালতীপুরে ৮০ শতাংশ মুসলিম ভোটার। আমি যোগ-বিয়োগ জানি। সাগরদিঘির অঙ্কটাও আমার জানা ছিল। মালতীপুরে ওকে যদি আমি হারাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয়।''
উল্লেখ্য, সোমবার মালদার রতুয়ায় তৃণমূলের উদ্যোগে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই একটি সভায় মালদার মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, "এরা ভাবছে রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়ে BSF,CISF-কে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিঁচড়ে নামিয়ে দেবে শাসনব্যবস্থা থেকে। আর বাঙালির গৌরবময় নবান্নের দখল নিয়ে নেবে ওরা।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us