PM Narendra Modi: ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, নয়া মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়লেন নমো!

Modi Breaks India gandhi's Record: ভেঙে দিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সৃষ্টি করা বিরল রেকর্ড। দেশের দ্বিতীয় দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়লেন নরেন্দ্র দামোদর দাস মোদী।

Modi Breaks India gandhi's Record: ভেঙে দিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সৃষ্টি করা বিরল রেকর্ড। দেশের দ্বিতীয় দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়লেন নরেন্দ্র দামোদর দাস মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
Narendra Modi breaks Indira Gandhi record, second longest-serving Indian Prime Minister, Modi 4078 days in office, PM Modi vs Indira Gandhi, Modi surpasses Indira, longest-serving non-Congress PM, Modi political milestones, Modi 24 years in power, post-independence born PM, Modi vs Nehru, longest tenure Indian PM, Modi wins six elections, Modi government record, Modi prime ministerial term

ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, নয়া মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়লেন নমো!

Modi Breaks India gandhi's Record: ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে দেশের দ্বিতীয় দীর্ঘতম প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। 

Advertisment

ভেঙে দিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সৃষ্টি করা বিরল রেকর্ড। দেশের দ্বিতীয় দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়লেন নরেন্দ্র দামোদর দাস মোদী। আজ শুক্রবার, ২৫ জুলাই, প্রধানমন্ত্রী হিসেবে ৪০৭৮ দিন পূর্ণ করে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর যাবতীয় রেকর্ড ছাড়িয়ে ভারতের দ্বিতীয় দীর্ঘতম ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীর তালিকায় স্থান পেয়েছেন।

স্কুলে প্রার্থনা চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, মৃত্যুমিছিলে হাহাকার, আটকে বহু, চূড়ান্ত চাঞ্চল্য

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক রেকর্ড তৈরি করেছেন। আজ ফের নয়া মাইলস্টোন ছুঁয়ে ইতিহাস সৃষ্টি করলেন নমো। শুক্রবার, ২৫ জুলাই, প্রধানমন্ত্রী হিসেবে ৪০৭৮ দিন পূর্ণ করার পর, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দীর্ঘতম মেয়াদকেও ছাড়িয়ে গেছেন এবং ভারতের দ্বিতীয় দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়লেন। নরেন্দ্র মোদী হলেন ১৯৪৭ সালের পরে জন্মগ্রহণকারী দেশের প্রথম প্রধানমন্ত্রী। এর পাশাপাশি, তিনি রাজ্য এবং কেন্দ্র সহ টানা ২৪ বছর ধরে সরকার পরিচালনা করেছেন। যেটা প্রধানমন্ত্রী মোদীর অন্যতম একটি রেকর্ড। 

উল্লেখ্য ইন্দিরা গান্ধী ২৪ জানুয়ারি ১৯৬৬ থেকে ২৪ মার্চ ১৯৭৭ পর্যন্ত টানা ৪০৭৭ দিন দেশের প্রধানমন্ত্রী ছিলেন। যেখানে মোদী ২৫ জুলাই ২০২৫ তারিখে তাঁর মেয়াদের ৪০৭৮ দিন পূর্ণ করছেন। প্রধানমন্ত্রী হিসেবে মোদী হলেন প্রথম এবং একমাত্র প্রধানমন্ত্রী যিনি ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে অ-কংগ্রেস প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারতের সকল প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের মধ্যে প্রধানমন্ত্রী মোদীই একমাত্র নেতা যিনি একটি দলের নেতা হিসেবে টানা ৬বার  নির্বাচনে জয়লাভ করেছেন। তিনি ২০০২, ২০০৭ এবং ২০১২ সালে গুজরাট বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন, তারপরে ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছেন।

বঙ্গোপসাগরে শক্তি বেড়েছে নিম্নচাপের, আজও প্রবল বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়

এখানে আরও একটা বিষয় উল্লেখ করা দরকার যে, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সবচেয়ে বেশিদিন দেশের প্রধানমন্ত্রী পদে আসীন থাকার নিরিখে  শীর্ষে রয়েছেন। তিনি ১৫ আগস্ট ১৯৪৭ থেকে ২৭ মে ১৯৬৪ পর্যন্ত, অর্থাৎ মোট ৬১২৬ দিন ধরে এই পদে আসীন ছিলেন। এই রেকর্ড ভাঙতে প্রধানমন্ত্রী মোদীর এখনও আরও ২০৪৮ দিন এই পদে থাকতে হবে। 

PM Modi