Photographer Arrested: পরকীয়ার জের! মহিলার গোপন ছবি পৌঁছালো প্রাক্তন স্বামীর কাছে, তারপর....?

Photographer Arrested:পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম পার্থ দাস। পেশায় ফটোগ্রাফার। হালতু এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷

Photographer Arrested:পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম পার্থ দাস। পেশায় ফটোগ্রাফার। হালতু এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷

author-image
Utsab Mondal
New Update
narendrapur-photographer-arrested-private-photos-viral

পার্থ দাস

Photographer Arrested: মহিলার গোপন ছবি ভাইরাল! ভয়ঙ্কর অভিযোগে গ্রেফতার ফটোগ্রাফার। ইতিমধ্যেই ধৃতের ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে  নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ 

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম পার্থ দাস। পেশায় ফটোগ্রাফার।  হালতু এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ ধৄতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ তার মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে৷ তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ 

নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা এক তরুণীর সাথে আলাপ হয় হালতুর বাসিন্দা পার্থ দাসের ৷ পার্থ পেশায় একজন ফটোগ্রাফার ৷ সোশাল মিডিয়ায় তাদের আলাপ হয়েছিল ৷ দুজনেই বিবাহিত ৷ তবে তরুণীর বছর খানেক আগে ডিভোর্স হয়েছে ৷ 

গলগল করে বেরোনো কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ, মঙ্গলাহাটে আগুন, হুলস্থূল হাওড়ায়, চূড়ান্ত আতঙ্কে তোলপাড়

Advertisment

বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্যে সম্পর্ক গাঢ় হয় ৷ তারা একসাথে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেও শুরু করে ৷ যদিও রাতে ঐ বাড়িতে থাকত না যুবক ৷ 

অভিযোগ বিয়ের প্রস্তাব দিয়ে দফায় দফায় তরুণীর কাছ থেকে থেকে ২ লক্ষ টাকাও নেয় অভিযুক্ত ৷ তরুণীর অভিযোগ, দুজনের ব্যক্তিগত শারীরিক সম্পর্কের ছবি ও তরুণীর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত৷ এমনকি সেই ছবি তার তরুণীর প্রাক্তন স্বামীর কাছেও পাঠায় পার্থ বলে অভিযোগ ৷

এরপরই তরুণী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷ জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷

বিশ্বমঞ্চে মোদীর জয়জয়কার, জাপানকে বিরাট টেক্কা! অর্থনীতিতে আরও এককদম এগোল ভারত

extra-marital affair