Digha: দিঘায় মস্ত কর্মযজ্ঞ! আগেভাগে না জেনে গেলে চূড়ান্ত দুর্ভোগে পড়তে হবে পর্যটকদের

Digha: বছরভর দিঘায় পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। পর্যটকদের মনোরঞ্জনে দিঘায় নানাবিধ বন্দোবস্ত রয়েছে। তবে এবার দিঘা যাওয়ার আগে আগেভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর জেনে নিন।

Digha: বছরভর দিঘায় পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। পর্যটকদের মনোরঞ্জনে দিঘায় নানাবিধ বন্দোবস্ত রয়েছে। তবে এবার দিঘা যাওয়ার আগে আগেভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর জেনে নিন।

author-image
Debanjana Maity
New Update
Kolkata to Digha,Digha,কলকাতা থেকে দিঘা, দিঘা

Digha: দিঘার সমুদ্র পাড়।

National Highway 116B to be closed for 20 days for construction of Jagannath Temple gate in Digha: দিঘায় (Digha) জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে ততই যেন কাজের গতি ও প্রশাসনের তৎপরতা বেড়েই চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মন্দির পরিদর্শন করতে এসে ঘোষণা করেছিলেন মন্দিরের শোভা বাড়ানোর জন্য জগন্নাথ মন্দিরের গেট নির্মাণ সহ এলাকাকে সুন্দরভাবে সাজাতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দিঘার জগন্নাথ মন্দিরের সামনের রাস্তা ১১৬ বি জাতীয় সড়কের উপর গেট তৈরি হচ্ছে। তারই জেরে আজ অর্থাৎ ২৫ মার্চ থেকে আগামী ২০ দিন জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisment

সোমবার রাত থেকে কাজ শুরু হয়েছে। যারা ওল্ড দিঘায় যাবেন তাঁদের দিঘা গেটের কাছে নামতে হবে। তারপর আটো কিংবা টোটো ধরে যেতে হবে। আর যারা নিউ দিঘা যাবেন তাঁদের দিঘা গেট থেকে বাইপাস রাস্তা ধরে যেতে হবে। এছাড়াও জগন্নাথ মন্দিরের পাশ থেকে ছোট রাস্তা দিয়ে ছোট গাড়ি যাতায়াত করতে পারবে।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ তারিখ থেকে সৈকত শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন। তবে জগন্নাথ মন্দিরের উদ্বোধন যে এবার তারকাখচিত হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রায় ২০০ কোটি টাকা ব্যায়ে ২১৩ ফুট উচ্চতার এই জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্রের দিকে বর্তমানে গোটা রাজ্যের মানুষ তাকিয়ে আছে। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও একাধিক বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন- West Bengal News Live:বাংলাদেশে নির্বাচন কবে? অবশেষে দিনক্ষণ জানালেন মহম্মদ ইউনূস

Advertisment

আগামী ২০ দিনের জন্য ওল্ড দিঘা থেকে নিউ দিঘা যাওয়ার ক্ষেত্রে ব্যাবহার করতে হবে বাইপাস। কারণ, দিঘা স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে ‘জগন্নাথ ধাম’। আর তার সামনেই রাস্তার উপর তৈরি হচ্ছে সুবিশাল ‘চৈতন্যদ্বার’। কাজ চলবে প্রায় দু’সপ্তাহের বেশি সময় ধরে। সেই কারণেই যান চলাচলে রাশ টানা হচ্ছে। দিঘায় আগত পর্যটকদের এই সময়কালে দিঘা বাইপাস হয়ে পুরোনো দিঘা থেকে নিউ দিঘা যেতে হবে। নিউ দিঘা স্টেশন থেকে বাইপাস হয়ে ওল্ড দিঘা আসতে হবে। মঙ্গলবার একথা গোটা দিঘায় মাইকিং করে প্রচার করা হয় প্রশাসনের তরফে।

আরও পড়ুন- Kolkata Metro: নতুন ইতিহাস আর কিছুদিনেই! কলকাতা মেট্রোর মুকুটে ফের জুড়বে গর্বের পালক

Bengali News Today news in west bengal news of west bengal Purba Medinipur Digha