/indian-express-bangla/media/media_files/2025/08/21/naushad-siddiqui-2025-08-21-15-24-11.jpg)
Naushad Siddiqui: ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী।
Naushad Siddiqui:ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ তাঁর দলের ৯৫ জন কর্মীকেই জামিনে মুক্তি দিল ব্যাঙ্কশাল আদালত। গতকাল ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার, SIR-সহ একাধিক ইস্যুতে ধর্মতলায় বিক্ষোভ দেখিয়েছিল আইএসএফ।
সেই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় নওশাদদের বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ।
আজ বেলা ২টো নাগাদ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকে ব্যাঙ্কশাল আদালতে তোলে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই নওশাদ-সহ ৯৫ জনকেই জামিনে মুক্তি দিয়েছেন বিচারক। এদিন জামিনে মুক্তি পাওয়ার পর নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, "এই লড়াই চলবে। জনগণ লড়াই করবে। এই লড়াই এখন সবে শুরু হয়েছে। জেলে আমাদের আটকে রাখতে পারবে না।"
আরও পড়ুন- Suvendu-Abhishek:ডায়মন্ড হারবারে অভিষেকের ৭ লাখ ভোটে জয় নিয়ে তোলপাড় ফেলা অভিযোগ শুভেন্দুর
গতকাল ধর্মতলায় আইএসএফ-এর বিক্ষোভ চলাকালীন তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। অনুমতি না থাকায় আইএসএফের মিছিলে বাধা দেয় পুলিশ। তার দলের অন্য কর্মীদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশ নওশাদ-সহ বহু আইএসএফ কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক জামিন অযোগ্য ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন-Naushad Siddiqui:'পুলিশ দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না', আদালতের পথে সোচ্চার নওশাদ সিদ্দিকী
সেই মামলার পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার নওশাদ সহ বাকি ৯৫ আইএসএফ কর্মীকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল। এদিন নওশাদদের নিঃশর্তে মুক্তির দাবিতে আদালত চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন আইএসএফ কর্মী-সমর্থকরা। শেষমেশ বিচারকও নওশাদ-সহ প্রত্যেককে জামিনে মুক্তি দিয়েছেন।