scorecardresearch

জঙ্গি! নওশাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের সওকত মোল্লার, কী পদক্ষেপ ISF বিধায়কের?

কী বলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক?

Naushad Siddiqui filed defamation case against Saokat Molla , জঙ্গি! নওশাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের সওকত মোল্লার, কী পদক্ষেপ ISF বিধায়কের?
সওকত মোল্লা, নওশাদ সিদ্দিকি

সওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করলেন নওশাদ সিদ্দিকি। নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে ক্যানিং পূর্বের দাপুটে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ব্যাঙ্কশাল কোর্টে মামলাটি করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক।

নওশাদ সিদ্দিকির অভিযোগ, জেলে থাকাকালীন তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যে করেছিলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা।

ব্যাঙ্কশাল আদলতে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকি বলেছেন, ‘আমি নাকি পেশাদার জঙ্গি। আমার কাছে কাশ্মীর, পাকিস্তান থেকে নাকি টাকা আসে। এককথায় সওকত মোল্লা সাবেব আমাকে দেশদ্রোহী, দেশে অস্থির পরিবেশ তৈরি করছি বলে বলতে চেয়েছেন। আমি জেলে থাকাকালীন এসব মারাত্মক কথা উনি বলেছিলেন। ওরা রাজনৈতিকভাবে আইএসএফের সঙ্গে না পেরে উঠে উনি জনমানসে আমাদের হে প্রতিপন্ন করতে চাইছেন, অপদস্থ করছেন। তাই ভাষাগত আক্রমণের জবাব কুরুচিকর ভাষায় না দিয়ে আইনের দ্বারস্থ হয়েছি বিহিত করতে।’

আরও পড়ুন- আরও জটিল প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ

বিধায়ক নওশাদের চ্যালেঞ্জ, ‘যেসব কথা উনি বলেছেন আমার সমন্ধে তা কোর্টে উনি প্রমাণ করুন। আমি জানি সওকত মোল্লা কখনওই প্রমাণ করতে পারবেন না। তাই আইন অনুযায়ী মানহানির যে সাস্তি সেটা ওনাকে পেতেই হবে।’

আরও পড়ুন- ‘তোর পরিবারকে…’, সোনামুখীর IC-কে বেলাগাম হুঁশিয়ারি বিজেপি সাংসদ সৌমিত্রর

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Naushad siddiqui filed defamation case against saokat molla