/indian-express-bangla/media/media_files/2025/08/20/cats-2025-08-20-19-02-25.jpg)
বাংলার মুকুটে জুড়ল নয়া পালক! NEET-এ তাক লাগানো সাফল্য, দেশের প্রথম আসানসোলের কল্যাণ
NEET: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট (NEET UG 2025)–এ সারা দেশে প্রথম স্থান অধিকার করলেন আসানসোলের রানিগঞ্জ খনি এলাকার জেকে নগরের বাসিন্দা কল্যাণ চট্টোপাধ্যায়। ৭২০ এর মধ্যে ৬৮৬ নম্বর পেয়ে এই নজির গড়লেন তিনি। কল্যাণের এই অসাধারণ সাফল্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। আগামী ৩০ অগস্ট প্রধানমন্ত্রী এবং ৩১ অগস্ট রাষ্ট্রপতি তাঁর সঙ্গে ভার্চুয়াল কলে কথা বলবেন বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন- SIR থেকে নজর ঘোরাতেই....! সংবিধান সংশোধনী বিল নিয়ে মোদী সরকারকে তুলোধোনা অভিষেকের
কল্যাণের বাবা ভৈরব চট্টোপাধ্যায় জেকে নগর কয়লাখনির ফোরম্যান হিসেবে কর্মরত, মা রিঙ্কু চট্টোপাধ্যায় গৃহবধূ। ছোট থেকেই পড়াশোনার প্রতি প্রবল আগ্রহী ছিলেন কল্যাণ। বাবা–মা ও দিদির নিরন্তর উৎসাহেই এই সাফল্য অর্জন করেছেন তিনি। কল্যাণ জানিয়েছেন, প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা পড়াশোনা করার পাশাপাশি অন্য বিষয়ে জানার ইচ্ছাও ছিল তাঁর। একাগ্রতা ও নিয়ম মেনে পড়াশোনাই তাঁকে এই সাফল্যের পথে নিয়ে গিয়েছে।
ইতিমধ্যেই দিল্লির এইমসে ভর্তি হয়ে গিয়েছেন কল্যাণ। তাঁর স্বপ্ন ভবিষ্যতে নিউরো সার্জারিতে বিশেষজ্ঞ হওয়া। পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিদ্যা—তিনটি বিষয়েই তিনি ৯৯ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। জুন মাসে প্রকাশিত ফলাফলে র্যাঙ্ক প্রকাশিত হয়নি। পরবর্তীতে খাতা রিভিউর পর বাড়তি নম্বর পেয়ে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেন তিনি।
ছেলের এই সাফল্যে গর্বিত বাবা ভৈরব চট্টোপাধ্যায় জানিয়েছেন, “ছোট থেকেই কল্যাণ নিয়মানুবর্তী ও মনোযোগী ছিল। আমরা সাহায্য করেছি, কিন্তু আসল কৃতিত্ব ওর। কোনওদিন চাপ দিইনি পড়াশোনার জন্য।” বৃহস্পতিবার সকাল থেকেই কল্যাণের বাড়িতে ভিড় জমে যায় শুভেচ্ছা জানাতে। প্রতিবেশীদের পাশাপাশি প্রাক্তন আসানসোল মেয়র জিতেন্দ্র তেওয়ারিও গিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, “কল্যাণ আসানসোলের বুকে ইতিহাস তৈরি করল।”
আরও পড়ুন-উৎসবের মরশুম শুরুর মুখে বাম্পার খবর! বর্ধমান-কাটোয়া রুটে আরও ট্রেন
ভবিষ্যতে MBBS শেষ করে নিউরোসায়েন্সে বিশেষজ্ঞ হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। কল্যাণ বলেন, “যদি একাগ্রচিত্তে পরিশ্রম করা যায়, ফলাফল অবশ্যই মেলে। একজন ভালো ডাক্তার হয়ে দেশের সেবা করতে চাই।”