/indian-express-bangla/media/media_files/2024/10/31/P2Ht22FgZzkikrkcv6ml.jpg)
প্রতীকী ছবি।
৭ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। নক্কারজনক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থানা এলাকায়। নির্যাতিতা শিশুকন্যার পরিবারের তরফে কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কুলতলি থানার পুলিশ। শেষমেশ অভিযুক্ত রসময় সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকাটিকে বাড়িতে ডাকে প্রতিবেশী ওই বয়স্ক ব্যক্তি। অভিযোগ, বাড়িতে নিয়ে গিয়ে নাবালিকার উপর যৌন নির্যাতন চালায় সে। এমনকী এই ঘটনা যাতে সে কাউকে না বলে তার জন্য তাকে ভয়ও দেখানো হয়।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/10/13/arrest-2025-10-13-11-41-01.jpg)
কিন্তু ঘটনার পর থেকে তার নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। বিষয়টি প্রথমে সে তার ঠাকুমাকে জানায়। পরে মেয়েটির পরিবারের পক্ষ থেকে কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রসময় সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন- TMC joins:বড় ভাঙন BJP-তে, লাভলীর উপস্থিতিতে ডাকাবুকো গেরুয়া নেতা এবার তৃণমূলে
ইতিমধ্যে নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। আদালতে তার গোপন জবানবন্দির আবেদন জানিয়েছে পুলিশ। অন্যদিকে অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে কুলতলি থানার পুলিশ। এদিকে, বিষয়টি এলাকায় জানাজানি হতেই নিন্দার ঝড় বয়ে গিয়েছে। বয়স্ক ওই ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। তার কড়া শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে নির্যাতিতা নাবালিকার পরিবার।