TMC joins:বড় ভাঙন BJP-তে, লাভলীর উপস্থিতিতে ডাকাবুকো গেরুয়া নেতা এবার তৃণমূলে

Sonarpur news: এলাকার দাপুটে এই BJP নেতার তৃণমূল কংগ্রেসে যোগদান গেরুয়া দলের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও বিষয়টিতে আমল দিতে নারাজ বিজেপি।

Sonarpur news: এলাকার দাপুটে এই BJP নেতার তৃণমূল কংগ্রেসে যোগদান গেরুয়া দলের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও বিষয়টিতে আমল দিতে নারাজ বিজেপি।

author-image
Mina Mondal
New Update
Sonarpur news  ,TMC joins  ,BJP defection  ,Kartik Sardar,  West Bengal politics  ,Sonarpur South Assembly  ,Vijaya Sammilani,  Mamata Banerjee  ,Local development  ,Political updates West Bengal,  TMC strength,  BJP weakness,সোনারপুর সংবাদ,  তৃণমূল কংগ্রেস  ,বিজেপি যোগদান,  কার্তিক সরদার  ,রাজনীতি পশ্চিমবঙ্গ,  সোনারপুর দক্ষিণ বিধানসভা  ,বিজয়া সম্মিলনী  ,মমতা বন্দ্যোপাধ্যায়,  স্থানীয় উন্নয়ন,  রাজ্যের রাজনৈতিক হালচাল,  তৃণমূল শক্তিশালী,  বিজেপি দুর্বল

Sonarpur news: বিধায়ক লাভলী মৈত্রের উপস্থিতিতে দলবদল অনুষ্ঠান।

West Bengal politics: সোনারপুরে ফের রাজনৈতিক পালাবদল। প্রতাপনগর পঞ্চায়েতের BJP সদস্য কার্তিক সরদার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। রবিবার রাজপুর রবীন্দ্রভবনে আয়োজিত বিজয়া সম্মিলনী মঞ্চে তাকে হাতে দলীয় পতাকা তুলে স্বাগত জানান তৃণমূলের নেতৃবৃন্দ।

Advertisment

গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র, ডায়মন্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস এবং সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিক সহ দলের একাধিক জনপ্রতিনিধি ও কর্মী।

আরও পড়ুন- West Bengal News Live Updates:সাতসকালে ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু, আর্তনাদ, হাসপাতালে হাহাকার!

Advertisment

বিধায়ক লাভলী মৈত্র বলেন, “তৃণমূল শক্তিশালী কারণ দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পথ দেখান।” অন্যদিকে, সদ্য শাসকদলে যোগদানকারী কার্তিক সরদার বলেন, “এলাকার উন্নয়নের স্বার্থে আমি তৃণমূলেই বেশি ভরসা পাচ্ছি।”

আরও পড়ুন-Mamata Banerjee:‘ভুলভাবে প্রচার করা হচ্ছে আমার কথা’, দুর্গাপুর ধর্ষণকাণ্ডে মন্তব্যে বিতর্ক বাড়তেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে ডাকাবুকো এই BJP নেতার ঘাসফুল শিবিরে যোগ দেওয়াটা রাজনৈতিক দিক থেকে এলাকায় বেশ ইঙ্গিতবাহী মনে করছে অনেকে। এমনিতেই দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর, বারুইপুর-সহ এই এলাকাটি শাসকদলের খাসতালুক বলেই পরিচিত।

এই সব এলাকায় বিজেপি বা বিরোধী দলের সাংগঠনিক শক্তি এমনিতেই তলানিতে। এই পরিস্থিতিতে এক জয়ী বিজেপি পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান এলাকায় বিজেপিকে আরও খানিকটা দুর্বল করল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন-Kolkata weather Update: বর্ষার বিদায় পর্ব শুরু, শীত নিয়ে মারকাটারি আপডেট হওয়া অফিসের

অন্যদিকে বিজেপির জেলা সভাপতি এই যোগদানকে আমল দিতে নারাজ। তিনি বলেন, “আদর্শে মিল না থাকার কারণে তিনি পূর্বের দলের সঙ্গে থাকতে পারলেন না। বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত।” রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই যোগদানের ফলে সোনারপুরে বিজেপির সংগঠন আরও দুর্বল হয়েছে।

South 24 Pgs Sonarpur bjp tmc