/indian-express-bangla/media/media_files/2025/10/13/img-20251013-wa0023-2025-10-13-21-47-08.jpg)
News in West bengal : গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Kolkata News Updates: সোমবার অমতলায় নিজের দফতরে ‘বিজয়া সম্মিলনী’ পালন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতৃত্ব, কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। উৎসবের আবহে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ভাগ করে নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজয়া সম্মিলনী শুধু উৎসব নয়, এটি ঐক্য, সৌহার্দ্য ও মিলনের প্রতীক। মানুষের উচ্ছ্বাস ও ভালোবাসা দেখে আমি আপ্লুত। সমাজের এই মিলিত চেতনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই আমাদের একসূত্রে বাঁধে।”
তিনি আরও জানান, “এই উৎসবের মাধ্যমে আমরা নতুন করে অঙ্গীকারবদ্ধ হই — সহমর্মিতা, সংহতি ও শুভবুদ্ধির পথে এগিয়ে যাওয়ার জন্য। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করি।”
কোচবিহারে আক্রান্ত বিজেপি বিধায়ক মালতী রাভা রায়। দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে তুফানগঞ্জে বিজেপির প্রতিবাদ কর্মসুচি। সেই কর্মসুচি থেকেই বিজেপি বিধায়ককে হেনস্থার অভিযোগ। বিজেপি বিধায়ককে ঘিরে গো ব্যক স্লোগান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গত ৬ অক্টোবর নাগরাকাটাতে আক্রান্ত হন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদা উত্তরের সংসদ খগেন মুর্মু। ফের বিজেপি নেতৃত্বের উপর হামলার ঘটনায় রাজ্যে জুড়ে চূড়ান্ত শোরগোল পড়ে গিয়েছে।
কসবা ল' কলেজের গণধর্ষণকাণ্ডে জামিন পেলেন এক অভিযুক্ত। এদিন আলিপুর আদালত শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করল কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ের। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল দায়িত্বে গাফিলতির। চার্জশিটে উল্লেখ ছিল নিরাপত্তরক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ে ধর্ষণের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত নন। আদালত এই তথ্য বিবেচনা করেই তাঁর জামিন মঞ্জুর করেছে বলে সূত্রের খবর। এই মামলার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদ এখনও জেল হেফাজতেই রয়েছে।
'আমরা থাকলে এনকাউন্টার করতাম', দুর্গাপুর গণধর্ষণের ঘটনায় বিরাট মন্তব্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, ধর্ষকদের গ্রেফতার করে নিরাপদ ঠিকানায় রাখা হয়েছে। একটা এনকাউন্টার হলে আর কারোর সাহস হত না। জানবে যেদিন ধর্ষণ করবে সেদিনই মৃত্যু অনিবার্য"। পালটা সুর চড়িয়েছেন কুণাল ঘোষ। তিনি প্রশ্ন তুলেছেন কেন মধ্যপ্রদেশ ওড়িশার ঘটনায় গুলি করে মারা হয়নি? এটা কোন গণতান্ত্রিক দেশের রীতি হতে পারে না"।
দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ভিনরাজ্যের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য। রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযেগা তুলে দুর্গাপুরের সিটি সেন্টারের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। সিটি সেন্টারের সামনে বিজেপিকে ধর্না মঞ্চ বাঁধতে বাধা দেয় পুলিশ। তা নিয়েই BJP নেতৃত্বের সঙ্গে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায় পুলিশকর্তাদের। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্গাপুরে সিটি সেন্টারের সামনে সেই অস্থায়ী ধর্না মঞ্চে গিয়ে রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করেন। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তাঁর বার্তা, "ধর্ণা চলবে, ক্ষমতা থাকলে ভাঙবেন।"
সাতসকালে বেপরোয়া ট্রাক্টর পিষে দিল বাইকচালককে। সোমবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের রতনপুরে। ধুলিয়ান থেকে ডাকবাংলাগামী একটি বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। ভয়াবহ দুর্ঘটনায় জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। যদিও এখনও পর্যন্ত মৃত যুবকের নাম ও পরিচয় জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পরপরই এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় সামসেরগঞ্জ থানার পুলিশ। এদিকে, দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ডাকবাংলা-ধুলিয়ান রোডে। যদিও পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, রাজ্যের সরকারি অফিসগুলিতে ছুটির মরশুম শেষ হওয়ার পরেই এই রাজ্যে SIR নিয়ে তোড়জোড় বাড়বে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। তবে নির্বাচন কমিশনের আধিকারিকদের অনুমান, নভেম্বর মাসের আগে রাজ্যে এসআইআর-এর কাজ শুরু করা সম্ভব হবে না।
আরও পড়ুন- Kolkata weather Update: বর্ষার বিদায় পর্ব শুরু, শীত নিয়ে মারকাটারি আপডেট হওয়া অফিসের
তবে এক্ষেত্রে বেশ কিছু আইনি জটিলতাও তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে। আপাতত অক্টোবর মাসের একেবারে শেষ দিক পর্যন্ত ছুটির লম্বা তালিকা রয়েছে রাজ্য সরকারের অফিসগুলিতে। তাই নভেম্বর মাস শুরু হওয়ার আগে এসআইআর নিয়ে আর বেশি দূর এগোনো যাবে না বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন- ধনতেরাসের আগে সোনার দাম কমল নাকি বাড়ল? জানুন আপনার শহরের সর্বশেষ দর
- Oct 13, 2025 13:54 IST
Kolkata News Live Updates:বন্দী মুক্তি নিশ্চিত করল হামাস-ইজরায়েল
গাজায় শান্তি চুক্তির অংশ হিসেবে হামাস ২০ জন বন্দীর মধ্যে সাতজনকে মুক্তি দিয়েছে। বাকি ১৩ জনকেও শীঘ্রই মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। রেড ক্রসের মাধ্যমে এই সাতজন বন্দীকে গাজা থেকে ইজরায়েলে স্থানান্তর করা হচ্ছে। তারা বর্তমানে দেশের পথে রওনা হয়েছেন।
বিস্তারিত পড়ুন- অবশেষে সংঘর্ষবিরতি, বন্দী মুক্তি নিশ্চিত করল হামাস-ইজরায়েল
- Oct 13, 2025 13:52 IST
Kolkata News Live Updates:বিহারে মাস্টারপ্ল্যান NDA-এর
সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে আসন ভাগাভাগি চূড়ান্ত এনডিএ-জেডিইউ। আসন্ন নির্বাচনে বিজেপি এবং জেডিইউ ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। যেখানে চিরাগ পাসওয়ানের এলজেপি ২৯টি আসনে লড়বে। জিতন রাম মাঝির এইচএএম এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম ছয়টি করে আসনে লড়াই করবে।
বিস্তারিত পড়ুন- কোন সমীকরণে আসন রফা? নির্বাচনে বাজিমাতে বিরাট মাস্টারপ্ল্যান NDA-এর
- Oct 13, 2025 13:51 IST
Kolkata News Live Updates:ধনতেরাসের আগে সোনার দাম কমল নাকি বাড়ল?
উৎসবের মরশুমে আবারও চড়ল সোনার দাম! অক্টোবরের শুরু থেকেই সোনার দাম আকাশছোঁয়া। বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে সম্ভাব্য সরকারি অচলাবস্থা, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা এবং উৎসবের মরশুমে সোনার চাহিদা বেড়ে যাওয়া।
বিস্তারিত পড়ুন- ধনতেরাসের আগে সোনার দাম কমল নাকি বাড়ল? জানুন আপনার শহরের সর্বশেষ দর
- Oct 13, 2025 13:50 IST
Kolkata News Live Updates:'ভারতসেরা' দৃষ্টিহীন বাবলু
অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও মেধার অনন্য উদাহরণ তৈরি করলেন মুর্শিদাবাদের এক দৃষ্টিহীন যুবক। কান্দি থানার জীবন্তি গ্রামের বাসিন্দা বাবলু হালদার এবারের আইটিআই (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট) পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অধিকার করে নজির গড়েছেন। দেশের মধ্যে দৃষ্টিহীন পরীক্ষার্থী হিসেবে প্রথম স্থান অর্জনকারী বাবলু এখন গোটা রাজ্যের গর্ব।
বিস্তারিত পড়ুন- Success Story:অফুরান ইচ্ছাশক্তি আর অদম্য জেদেই ইতিহাস! 'ভারতসেরা' দৃষ্টিহীন বাবলু, বাংলার মুখ করলেন উজ্বল
- Oct 13, 2025 13:48 IST
Kolkata News Live Updates:ফের মমতার সমালোচনায় শুভেন্দু
দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে এবার দেখা করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা না বলায় ক্ষোভ উগরে দিয়েছেন নন্দীগ্রামের BJP বিধায়ক। সেই সঙ্গে গণধর্ষণের মতো নক্কারজনক কাণ্ড নিয়ে রাজ্য প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা।
বিস্তারিত পড়ুন- Durgapur gangrape: ‘ওড়িশার মুখ্যমন্ত্রী ফোন করেছেন, মমতা করেননি’, মন্তব্য শুভেন্দুর, দুর্গাপুরে ধর্ষণকাণ্ডে ধৃত বেড়ে ৫
- Oct 13, 2025 11:55 IST
Kolkata News Live Updates:৭ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনে ধৃত ১
৭ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। নক্কারজনক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থানা এলাকায়। নির্যাতিতা শিশুকন্যার পরিবারের তরফে কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কুলতলি থানার পুলিশ। শেষমেশ অভিযুক্ত রসময় সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
বিস্তারিত পড়ুন- South 24 Parganas News: ৭ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন, কে গ্রেফতার জানেন? ছিঃ ছিঃ করছে গোটা পাড়া!
- Oct 13, 2025 11:15 IST
Kolkata News Live Updates: ডাকাবুকো গেরুয়া নেতা এবার তৃণমূলে
সোনারপুরে ফের রাজনৈতিক পালাবদল। প্রতাপনগর পঞ্চায়েতের BJP সদস্য কার্তিক সরদার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। রবিবার রাজপুর রবীন্দ্রভবনে আয়োজিত বিজয়া সম্মিলনী মঞ্চে তাকে হাতে দলীয় পতাকা তুলে স্বাগত জানান তৃণমূলের নেতৃবৃন্দ।
বিস্তারিত পড়ুন- TMC joins:বড় ভাঙন BJP-তে, লাভলীর উপস্থিতিতে ডাকাবুকো গেরুয়া নেতা এবার তৃণমূলে
- Oct 13, 2025 11:06 IST
Kolkata News Live Updates: দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে অসহায় বাবার কাতর আর্তি
দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে অসহায় বাবার আর্তি: 'মেয়েকে বাংলায় রাখতে চাই না'।দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের এক এমবিবিএস ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। ওই তরুণীর বাড়ি ওড়িশার জলেশ্বরে। ঘটনার পর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। মেয়ের শারীরিক অবস্থায় ভীষণ উদ্বিগ্ন বাবা জানিয়েছেন, তিনি আর তাঁর মেয়েকে বাংলায় রাখবেন না, যত দ্রুত সম্ভব ওড়িশায় ফিরিয়ে নিয়ে যাবেন।
বিস্তারিত পড়ুন- 'মেয়েকে আর বাংলায় রাখতে চাই না', দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে অসহায় বাবার কাতর আর্তি
- Oct 13, 2025 10:39 IST
Kolkata News Live Updates: দুর্গাপুর ধর্ষণকাণ্ডে মন্তব্যে বিতর্ক বাড়তেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী
দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্রী ধর্ষণকাণ্ডে মন্তব্য ঘিরে সমালোচনার মুখে পড়ে রবিবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি অভিযোগ করেন, তাঁর বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপন করেছে সংবাদমাধ্যম।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee:‘ভুলভাবে প্রচার করা হচ্ছে আমার কথা’, দুর্গাপুর ধর্ষণকাণ্ডে মন্তব্যে বিতর্ক বাড়তেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী
- Oct 13, 2025 10:38 IST
Kolkata News Live Updates: শীত নিয়ে মারকাটারি আপডেট হওয়া অফিসের
অবশেষে বঙ্গ থেকে বর্ষার পাততাড়ি গোটানোর পালা শুরু। মোটামুটি ভাবে আজ সোমবার থেকেই রাজ্য থেকে শীতের বিদায়-পর্ব শুরু হয়ে গেল। নতুন করে বৃষ্টির সম্ভাবনা নিয়ে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর? শীত পড়বে কবে থেকে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
বিস্তারিত পড়ুন- Kolkata weather Update: বর্ষার বিদায় পর্ব শুরু, শীত নিয়ে মারকাটারি আপডেট হওয়া অফিসের