Nepal Protests: হিংসার সুনামি নেপালে! অশান্তির আঁচ ভারতেও, ফিরছেন পর্যটকরা, সীমান্তে কড়া নজরদারি

Nepal youth protest: অশান্তির আগুন জ্বলছে নেপালে। নেপালে হিংসার আঁচ এপারেও। ভার-নেপাল সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

Nepal youth protest: অশান্তির আগুন জ্বলছে নেপালে। নেপালে হিংসার আঁচ এপারেও। ভার-নেপাল সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

author-image
Sandip Sarkar
New Update
nepal pm resigns, kp oli resigns, kp sharma li resigns, nepal protests, Nepal Gen Z protests, Nepal Curfew, Nepal social media ban, Nepal protests, Kathmandu parliament protest, Nepal youth protest, social media ban Nepal, Nepal parliament unrest, Nepal police barricade, Nepal journalists protests, Nepal news, indian express,নেপালে অশান্তি, নেপালে বিক্ষোভ, ভারত-নেপাল সীমান্তে কড়া নজরদারি

Nepal youth protest: অশান্তির আগুন নেপালে।

social media ban Nepal: অশান্ত নেপালের আঁচ পড়েছে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে। সীমান্তে কড়া নজরদারি পুলিশ ও SSB-এর। সীমান্ত পরিদর্শনে এলেন দার্জিলিয়ের এসপি। এদিকে নেপালে অশান্তির জেরে ভারতের পানিট্যাঙ্কিতে আটকে পড়েছে বহু পণ্যবাহী ট্রাক। 
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বন্ধ করেছে নেপাল সরকার!

Advertisment

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার ২৬টি অ্যাপ বন্ধের প্রতিবাদে উত্তাল হয় নেপাল! গতকাল দিনভর নেপালের বিভিন্ন স্থানে পথে নামেন যুব সমাজ। কাঠমান্ডু থেকে পোখরা, দমক থেকে বিত্তামোড়ে চলে প্রতিবাদ।

আরও পড়ুন- West Bengal news live Updates: হিংসার আগুন নেপালে! পদত্যাগ প্রধানমন্ত্রীর, উপপ্রধানমন্ত্রীকে তাড়া করে মার, উদ্বিগ্ন মমতার কী বার্তা?

Advertisment

প্রতিবাদে পুলিশের গুলিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের, আহত ৩০০ বেশি।আজও নেপালের বিভিন্ন এলাকায় চলেছে প্রতিবাদীদের আন্দোলন। খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তের ওপারে কাঁকরভিটা ও বিত্তামোড়ে প্রতিবাদ চলছে।

আরও পড়ুন- Nepal PM Resigns:অশান্তির আগুনে জ্বলছে নেপাল! ধাওয়া করে মার মন্ত্রীদের, বাড়িতে আগুন, পদত্যাগ প্রধানমন্ত্রীর

এই বিক্ষোভ যাতে সীমান্ত দিয়ে কোনোভাবেই ভারতে নতুন করে অশান্তি না সৃষ্টি করে তাতে নজর এস‌এসবি ও পুলিশের। ইতিমধ্যে হাই এলার্ট জারি করা হয়েছে ইন্দো নেপাল সীমান্ত এলাকায়। জ‌ওয়ানদের বাড়তি নজরদারি করার নির্দেশ দেওয়ার পাশাপাশি  রাজ্য পুলিশ সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসপি দার্জিলিং প্রবীন প্রকাশ! 

আরও পড়ুন-Adhir Chowdhury: সরকারে আস্থা নেই! বুধে রাষ্ট্রপতির দরবারে অধীর চৌধুরী

নজরদারি বাড়ানোর পাশাপাশি নাকা তল্লাশি হচ্ছে মত এসপির। অন্যদিকে সকাল থেকেই পণ্য পরিবহন যাতায়াত বন্ধ রয়েছে। পরিস্থিতির ওপর লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাঁকরভিটায় উত্তেজনা সৃষ্টি হতেই নেপাল থেকে ফিরছেন পর্যটকরা। এর জেরে একদিকে সীমান্তের বানিজ্যে টান পড়েছে।

siliguri Nepal Unrest Nepal Youth Protest