/indian-express-bangla/media/media_files/2025/09/09/nepal-p-2025-09-09-16-12-51.jpg)
Nepal youth protest: অশান্তির আগুন নেপালে।
social media ban Nepal: অশান্ত নেপালের আঁচ পড়েছে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে। সীমান্তে কড়া নজরদারি পুলিশ ও SSB-এর। সীমান্ত পরিদর্শনে এলেন দার্জিলিয়ের এসপি। এদিকে নেপালে অশান্তির জেরে ভারতের পানিট্যাঙ্কিতে আটকে পড়েছে বহু পণ্যবাহী ট্রাক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বন্ধ করেছে নেপাল সরকার!
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার ২৬টি অ্যাপ বন্ধের প্রতিবাদে উত্তাল হয় নেপাল! গতকাল দিনভর নেপালের বিভিন্ন স্থানে পথে নামেন যুব সমাজ। কাঠমান্ডু থেকে পোখরা, দমক থেকে বিত্তামোড়ে চলে প্রতিবাদ।
প্রতিবাদে পুলিশের গুলিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের, আহত ৩০০ বেশি।আজও নেপালের বিভিন্ন এলাকায় চলেছে প্রতিবাদীদের আন্দোলন। খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তের ওপারে কাঁকরভিটা ও বিত্তামোড়ে প্রতিবাদ চলছে।
এই বিক্ষোভ যাতে সীমান্ত দিয়ে কোনোভাবেই ভারতে নতুন করে অশান্তি না সৃষ্টি করে তাতে নজর এসএসবি ও পুলিশের। ইতিমধ্যে হাই এলার্ট জারি করা হয়েছে ইন্দো নেপাল সীমান্ত এলাকায়। জওয়ানদের বাড়তি নজরদারি করার নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজ্য পুলিশ সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসপি দার্জিলিং প্রবীন প্রকাশ!
আরও পড়ুন-Adhir Chowdhury: সরকারে আস্থা নেই! বুধে রাষ্ট্রপতির দরবারে অধীর চৌধুরী
নজরদারি বাড়ানোর পাশাপাশি নাকা তল্লাশি হচ্ছে মত এসপির। অন্যদিকে সকাল থেকেই পণ্য পরিবহন যাতায়াত বন্ধ রয়েছে। পরিস্থিতির ওপর লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাঁকরভিটায় উত্তেজনা সৃষ্টি হতেই নেপাল থেকে ফিরছেন পর্যটকরা। এর জেরে একদিকে সীমান্তের বানিজ্যে টান পড়েছে।