/indian-express-bangla/media/media_files/2024/11/14/34M5n6wtT5yyE4y8g68O.jpg)
Nabanna: নবান্ন।
বাংলার বিদ্যুৎ ক্ষেত্রের উন্নতিতে এ এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য মন্ত্রিসভা। গতকালই নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের পর বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, রাজ্যে এবার পিপিপি মডেলে নতুন দুটি বিদ্যুৎ কেন্দ্র হবে রাজ্যে।
পশ্চিম মেদিনীপুরের শালবনির পর আরও দুটি ৮০০ মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। গতকাল এ কথা জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। এই দুটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা গেলে রাজ্যের বিদ্যুৎ সরবরাহের মানচিত্রে এক যুগান্তকারী বদল এসে যাবে বলে আশাবাদী রাজ্য সরকার।
শালবনিতে ৮০০ মেগাওয়াটের দুটি পাওয়ার প্ল্যান্ট তৈরিতে জিন্দল গোষ্ঠী বিনিয়োগ করেছে ১৬ হাজার কোটি টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনির এই বিদ্যুৎ প্রকল্প নিয়ে রীতিমতো আশাবাদী। জিন্দলদের এই প্রকল্প একদিকে যেমন রাজ্যে শিল্পায়নে এক নতুন দৃষ্টান্ত গড়েছে, তেমনই নতুন বড় শিল্পের বাংলায় বিনিয়োগের পথও সুগম করেছে বলে মনে করছে সরকার।
আরও পড়ুন- West Bengal news Live Updates:OBC মামলায় ফের ধাক্কা, রাজ্যের আর্জিতে কান পাতল না সুপ্রিম কোর্ট
বর্তমানে যেভাবে বিদ্যুতের চাহিদা বাড়ছে তার সঙ্গে সাযুজ্য রেখে নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরির ব্যাপারে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে রাজ্য। শালবনিতে জিন্দল গোষ্ঠীর এই বিদ্যুৎ কেন্দ্র তৈরির মধ্য দিয়ে এই রাজ্যে বিভিন্ন বড় শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে দেশের তাবড় শিল্পপতিরা রীতিমতো উৎসাহিত বোধ করছেন বলে মনে করছে রাজ্য সরকার।
আরও পড়ুন- Abhishek Banerjee:'লোকসভা ভেঙে দেওয়া হোক, বাতিল হোক কেন্দ্রের সরকার', SIR ইস্যুতে সোচ্চার অভিষেক