/indian-express-bangla/media/media_files/2025/03/15/l6sVyrYJGXQCc4ovYZd4.jpg)
Abhishek Banerjee: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Abhishek Banerjee-SIR: সোমবারই SIR বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী ইস্যুতে উত্তাল হয়েছে রাজধানী দিল্লি। বিরোধীদের নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও অভিযানকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজধানীর রাজপথ। বিরোধী সাংসদদের অভিযান আটকাতে দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে ফের একবার মোদী সরকারকে আক্রমণ শানিয়ে এবার লোকসভা ভেঙে দেওয়ার দাবি তুললেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে সোচ্চার বিরোধীরা। BJP-কে সুবিধা করে দিতেই নির্বাচন কমিশন রাজ্যগুলিতে এসআইআর নিয়ে তৎপরতা দেখাচ্ছে বলে দাবি বিরোধীদের। সোমবার বিরোধী দলগুলোর সংসদরা এই ইস্যুতে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও অভিযানে নেমেছিল।
তা ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়ে ছিল দিল্লির রাজপথ। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব থেকে শুরু করে মহুয়া মৈত্র, সঞ্জয় রাউত সহ বিরোধী সাংসদদের আটক করে দিল্লি পুলিশ। বেশ কয়েকজন মহিলা সাংসদের চুলের মুঠি ধরে বাসে তোলা হয় বলে অভিযোগ ওঠে। ধস্তাধস্তিতে তৃণমূলের দুই মহিলা সাংসদ মহুয়া মৈত্র এবং মিতালী বাগ অসুস্থ হয়ে পড়েছিলেন।
গতকালের সেই ঘটনা প্রসঙ্গে মুখ খুলে আজ মোদী সরকারকে তুলোধনা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর হুঁশিয়ারি, "১ লক্ষ লোক নিয়ে কমিশন ঘেরাও করব। বিজেপিকে কেউ বাঁচাতে পারবে না। কমিশনের কাছে কোনও জবাব নেই। কমিশনকে তল্পিবাহকে পরিণত করেছে বিজেপি। কাল যেটা দেখেছেন সেটা সবে শুরু। SC, ST জনপ্রতিনিধিদের হেনস্থা করা হয়েছে। মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে হেনস্থা। স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ দিল্লি পুলিশ বর্বরোচিত আচরণ করেছে। বিরোধীরা বলছে এসআইআর করা যাবে না। এই ভোটার লিস্টেই প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী নির্বাচিত হয়েছেন। ভোটার তালিকা ত্রুটিযুক্ত হলে কেন্দ্রীয় সরকারের পদত্যাগ করা উচিত। লোকসভা ভেঙে দেওয়া উচিত। দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বর্বরতা। একই এপিকে গুজরাত, বাংলায় ভোটার কীভাবে? কমিশনের কাছে উত্তর নেই।। বাংলায় ১ জনেরও ভোটাধিকার কাড়া হলে কমিশন ঘেরাও করব।"
তিনি আরও বলেন, "BJP শাসিত রাজ্যগুলিতে এসআইআর নয় কেন? বিহারে গণতান্ত্রিক উপায়ে ভোটে লড়লে হারবে বিজেপি। তাই এসআইআর করছে। SIR করতে হলে আগে লোকসভা বাতিল করতে হবে। কেন্দ্রীয় সরকারকেই তো পদত্যাগ করতে হবে। গোটা দেশে আপনি SIR করুন। বিজেপি ভোট চুরি করে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছে।"
তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের কথায়, "কাল দলমত নির্বিশেষে মিছিল ছিল। মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে আটক করেছে। অতি সক্রিয় ভূমিকা দেখিয়েছে দিল্লি পুলিশ। গতকাল যেটা করেছে, এটা থেকে স্পষ্ট নির্বাচন কমিশনের কাছে কোনও জবাব নেই। কেন জোর করে যেখানে বিরোধীরা ক্ষমতায় আছে... বেছে বেছে সেখানেই কেন SIR? এর কোনও উত্তর নেই কমিশনের কাছে।"