Advertisment

Sonarpur News: চুরি করতে ঢুকে রাতভর চুটিয়ে মদ্যপান, ভোরে টাকা-গয়না নিয়ে চম্পট

South 24 Parganas News: সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন দুই ব্যক্তিকে ওই বাড়ির আশেপাশে দেখা গিয়েছে। সেই ফুটেজ দেখেই তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

author-image
Mina Mondal
আপডেট করা হয়েছে
New Update
Theft,Sonarpur News,South 24 Parganas News,west bengal news,দক্ষিণ ২৪ পরগনার খবর,সোনারপুরে চুরি

Sonarpur News: :ছবির বাঁদিকে লণ্ডভণ্ড ঘর। ডানদিকে সিসিটিভি ফুটেজে দুই সন্দেহভাজনের ছবি।

Theft in an empty house in Sonarpurs Subhashgram: বাড়িতে চুরি করতে ঢুকে সারারাত চুটিয়ে মদ্যপান চোরেদের। ভোরে পালানোর সময় নগদ ৪০ হাজার টাকা ও লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট চোরেদের। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের সুভাষগ্রাম এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ দায়েরের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানা। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভির ফুটেজ। 

Advertisment

সোনারপুর থানা এলাকার সুভাসগ্রামের বাসিন্দা গোমস দম্পতি। তাঁদের ক্যাটারিংয়ের ব্যবসা আছে। পিকনিকগার্ডেন এলাকায় তাঁদের পারিবারিক একটি অনুষ্ঠান ছিল বলে দু'জনেই সেখানে চলে গিয়েছিলেন। রাতে কেউই বাড়িতে ছিলেন না। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে বাড়িতে ঢোকে চোরেরা । মেন গেটের তালা ভেঙে তারা বাড়ির ভিতরে ঢুকে। শোয়ার ঘর পুরো লন্ডভন্ড করে দেয়।

আলমারির তালা ভেঙে সেখানে রাখা ক্যাশ ৪০ হাজার টাকা ও সোনার বালা, সোনার কানের, সোনার আঙটি, সোনার হার মিলিয়ে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দেয় তারা।

আরও পড়ুন- Mamata Banerjee: 'সন্ত্রাসীদের সমাজে জায়গা নেই', প্রশাসনকে আরও বেশি সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

Advertisment

ঘরের মধ্যেই ছিল একটি মদের বোতল। রান্নাঘর থেকে কাঁচের গ্লাস এনে পুরো বোতল ফাঁকা করে দেয় তারা। সিসিটিভি ক্যামেরায় সন্দেহজনকভাবে দু'জনকে এই বাড়ির ভেতরে ঢুকতে দেখা গিয়েছে ৷ তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। 

আরও পড়ুন- Kolkata Metro: শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সফল ট্রায়াল রান মেট্রোর, সময় কত লাগল জানেন?

সকালে বাড়ি ফিরে এসে গোমস দম্পতি দেখেন যে গেটের তালাভাঙা ও পুরো ঘর লন্ডভন্ড। চুরি গিয়েছে নগদ টাকা ও সোনার জিনিস। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজই মূল হাতিয়ার পুলিশের। ফুটেজে দেখতে পাওয়া দুই সন্দেহভাজনের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। সেই সঙ্গে পুলিশ কথা বলেছে এলাকার বাসিন্দাদের সঙ্গেও।  

আরও পড়ুন- West Bengal News LIVE: বনকর্মীদের ঘোল খাইয়ে বাংলা ছাড়ল জিনাতের 'প্রেমিক', ৮ দিন পর ঝাড়খণ্ডে ফিরেছে বাঘ

South 24 Pgs Sonarpur Bangla News Bengali News Today news in west bengal news of west bengal
Advertisment